বার্সেলোনাকে শীর্ষে তুললেন মেসি

মাথাভাঙ্গা মনিটর: জমে ওঠা লা লিগার শিরোপা লড়াইয়ে বার্সেলোনাকে শীর্ষে তুললেন আর্জেন্টিনা তারকা লিওনেল মেসি। গত রোববার রাতে পিছিয়ে পড়েও মেসির জোড়া গোলের সুবাদে সেভিয়াকে ৪-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। এ জয়ে রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদের সাথে বার্সেলোনারও পয়েন্ট হলো ৫৭। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষস্থান ফিরে পেয়েছে জেরার্দো মার্তিনোর দল। গত শনিবার আতলেতিকো মাদ্রিদ হোঁচট খাওয়ায় নিজেদের ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গিয়েছেল রিয়াল। নিজেদের স্টেডিয়ামে ম্যাচের ১৫ মিনিটে আলবের্তো মরেনোর গোলে এগিয়ে গিয়েছিলো সেভিয়া। তবে চিলির স্ট্রাইকার অ্যালেক্সিস সানচেসের হেডে সমতায় ফেরে বার্সেলোনা।

এরপর দুই অর্ধে দুটো গোল করে বার্সেলোনাকে জয়ের পথে নিয়ে যান মেসি। বদলি হিসেবে নামা সেস ফ্যাব্রেগাসের গোলে নিশ্চিত হয় জয়। বৃষ্টির মধ্যে চলা এ ম্যাচে প্রথমে কিন্তু দাপটের সাথে খেলছিলো স্বাগতিকরা। শুরুতে বার্সেলোনা ছন্দ খুঁজে না পেলেও পরে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। সেভিয়া একের পর এক সহজ সুযোগ নষ্ট করলেও, দারুণ সব আক্রমণে গোল পেতে কোনো সমস্যা হয়নি বার্সার। চোটের কারণে দু মাস মাঠের বাইরে থাকার পর ফিরে মেসিও তার সেরা ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন। তার মাপা ফ্রি-কিক থেকেই হেড করে সমতা ফেরান সানচেস। মেসির প্রথম গোলটি তো দর্শনীয়; ডি বক্সের ঠিক বাইরে থেকে দারুণ কোণাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন চারবারের বর্ষসেরা এ ফুটবলার। তার দ্বিতীয় গোলটিও প্রায় একই কায়দায় করা। রোববার আগের ম্যাচে রিয়াল সোসিয়েদাদ ও লেভান্তে গোলশূন্য ড্র করেছে। ওসাসুনা ২-০ গোলে হারিয়েছে গেতাফেকে। রিয়াল ভায়াদলিদ ও এলচের ম্যাচটি শেষ হয়েছে ২-২ গোলের সমতায়।