বার্সার নতুন অধিনায়ক জাভি

মাথাভাঙ্গা মনিটর: গেল মরসুমে জাভি হার্নান্দেজের সাফল্যের খাতাটা শূন্যই বলা যায়। ব্যর্থতার এযন্ত্রণা বার্সেলোনার মধ্যমাঠের প্রাণভোমরাকে এতোটাই ভুগিয়েছে যে,একপর্যায়ে বার্সাকেই বিদায়ও বলে দিয়েছিলেন। ন্যু ক্যাম্প ছাড়ার সববন্দোবস্ত প্রায় পাকা করে নতুন গন্তব্যও ঠিক করেছিলেন মেজর লিগ। তবে শেষপর্যন্ত যাওয়া হয়নি। মরসুম শুরুর আগে জাভিকে অধিনায়ক বানিয়ে প্রাপ্যমর্যাদাই দিলো বার্সা।অবশ্য ছয় মরসুম ধরেই বার্সার দ্বিতীয় অধিনায়কহিসেবে দায়িত্ব পালন করেছেন জাভি। কার্লোস পুয়োলের বিদায়ের পর অধিনায়কেরবাহুবন্ধনীটা তুলে দেয়া হয়েছে জাভির হাতে। শুধু তাই নয়, অধিনায়কেরতালিকায় ঢুকে পড়েছেন আন্দ্রেস ইনিয়েস্তা,লিওনেল মেসি ও সার্জিও বুসকেটস।পর্যায়ক্রমে তারাও অধিনায়কের দায়িত্ব পালন করবেন।