বার্সার দিকে তাকিয়ে রিয়াল

মাথাভাঙ্গা মনিটর: লা লিগার শিরোপা দৌড়ে রিয়ালের চেয়ে অনেকটাই এগিয়ে বার্সেলোনা। ৯ পয়েন্টের ব্যবধান থাকলেও এখনই শিরোপার আমা ছাড়তে নারাজ মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোসও। তবে এক্ষেত্রে দলের ফলাফলের পাশাপাশি বার্সেলোনার হোঁচটের দিকেও তাকিয়ে থাকতে হবে বলেও মনে করেন এ ডিফেন্ডার।

সর্বশেষ গতকাল বুধবার স্পোর্টি গিজনের বিপক্ষে ৩-১ গোলের জয়ে ২৪ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। সমান ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ। আর তৃতীয় স্থানে থাকা রিয়ালের পয়েন্ট ৫৩। লিগ শেষ হতে এখনও বাকি ১৪ ম্যাচ। রামোস বলেন, শিরোপার লড়াই এখনও শেষ হয়ে যায়নি। সামনে এখনও অনেক ম্যাচ আছে। কিন্তু এটা সত্যি যে, আমাদের সবকিছু নির্ভর করছে বার্সেলোনার ফলের উপর। যদিও এখনও লিগ জিততে পারি বলে আশা আছে আমাদের।