বার্সার ঘুরে দাঁড়ানোর সামর্থ্যে মুগ্ধ কোচ

মাথাভাঙ্গা মনিটর: পিছিয়ে পড়েও এইবারের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়তে পারায় দারুণ খুশি লুইস এনরিকে। শিষ্যদের এভাবে ঘুড়ে দাঁড়ানোর সামর্থ্যে মুগ্ধ হয়েছেন বলেও জানিয়েছেন বার্সেলোনা কোচ। নিজেদের মাঠ কাম্প নউতে এইবারকে ৩-১ গোলে হারায় বার্সেলোনা। বোর্হা বাস্তনের গোলে পিছিয়ে পড়া বার্সেলোনাকে জেতাতে হ্যাটট্রিক করেন লুইস সুয়ারেস। তার দুটি গোলেই অবশ্য সহায়তা ছিলো নেইমারের। ম্যাচ শেষে এনরিকে বার্সেলোনার দ্বিতীয়ার্ধে ফিরে আসা নিয়ে কথা বলেন। প্রথমার্ধের সমস্যাগুলো শোধরানোর চেষ্টা করেছি আমরা। সৌভাগ্যবশত, শেষে ঐকান্তিকতা আর কার্যকারিতা দিয়ে ম্যাচটি আমরা জিতেছি। ম্যাচ জয়ের নায়ক সুয়ারেসকে নিয়ে নিজের উচ্ছ্বাসের কথাও বলেন এনরিকে। আমরা লুইসের গুরুত্ব বুঝি। সে আপনাকে যা দিচ্ছে সেটা অমূল্য। সে প্রয়োজনীয় এবং তার কোনো বিকল্প নেই, দ্বিতীয়ার্ধে রেফারিকে আপত্তিকর কথা বলে হাভিয়ের মাসচেরানোর লালকার্ড দেখা নিয়ে প্রশ্নের উত্তরে দার্শনিকের মতো কথা বলেন এনরিকে।  কিছু না বললে ভালো করতে পারি আমরা-আমি খেলোয়াড়দের এটাই বলার চেষ্টা করি। যাই হোক, আমি জানি, মাঠে থাকলে এটা মনে রাখা কঠিন।