বাফুফেকে জরিমানা ফিফার

 

স্টাফ রিপোর্টার: ফিফা বাফুফেকে ১০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করেছে। বকেয়া বেতনের দাবিতে ফিফার কাছে করা মামলায় জিতেছে জাতীয় দলের সাবেক কোচ রেনে কোস্টার। ফিফা বাফুফেকে রেনের চুক্তিকৃত অর্থ দিতে বলেছিল আগেই। কিন্তু রেনেকে সেই চুক্তির অর্থ দেয়নি বাফুফে। রেনে ফের ফিফাকে বিষয়টি অবহিত করে। ফিফার সর্বশেষ ডিসিপ্লিনারি কমিটির সভায় রেনে ও বাফুফের বিষয়টি উঠেছে। রেনে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিকদের বলেছেন, ‘ফিফা বাফুফেকে ১০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করেছে। জরিমানার অর্থ এক মাসের মধ্যে দিতে হবে। এ অর্থ না দিলে ফিফা ম্যাচ খেলতে পারবে না বাংলাদেশ।’ রেনের বকেয়া বেতন ও জরিমানা মিলিয়ে বাফুফেকে প্রায় কোটি টাকার মতো গুনতে হবে। বাফুফে কর্তাদের এ বিষয়ে জিজ্ঞাস করলে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আন্তর্জাতিক অঙ্গনে দেশের সম্মান ক্রমেই নিচের দিকে নামাচ্ছে বাফুফে।

কোচের পাওনা, বিদেশি দলের প্রাইজমানির অর্থ বকেয়া রাখার বিষয়গুলো দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।