বাছাইপর্বে জয় নিয়ে সঠিক পথেই আছে ইংল্যান্ড ও জার্মানি

মাথাভাঙ্গা মনিটর: বিশ্বকাপ ফুটবল বাছাইপর্বে নিজ নিজ ম্যাচে জয় নিয়ে সঠিক পথেই রয়েছে ইংল্যান্ড ও বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। ওয়েম্বলিতে অনুষ্ঠিত এফ গ্রুপের ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড ২-০ গোলে হারিয়েছে লিথুয়ানিয়াকে। একই গ্রুপের আরেক ম্যাচে মাল্টাকে ৩-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে স্লোভাকিয়া। বাকুতে অনুষ্ঠিত সি গ্রুপে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ৪-১ গোলে হারিয়েছে স্বাগতিক আজারবাইজানকে। গত রোববার বাছাইপর্বের ম্যাচটি দিয়ে ইংল্যান্ডের হয়ে পুনরায় আন্তর্জাতিক প্রত্যাবর্তন হয়েছে জার্মেইন ডিফোর। সর্বশেষ ২০১৩ সালের নভেম্বরে ইংল্যান্ড জাতীয় দলে অংশ নেয়া ৩৪ বছর বয়সী ওই ফুটবলার দ্বিতীয়ার্ধে গোলও আদায় করেছেন। এটি ছিল তার ২০তম আন্তর্জাতিক গোল। দলের হয়ে অপর গোলটি করেছেন বদলী হিসেবে মাঠে নামা ইংলিশ ফুটবলার জামি ভার্ডি । এর ফলে গ্যারেথ সাউথগেটের দলটি এফ গ্রুপের শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছে। বর্তমানে তাদের সংগ্রহ ১৩ পয়েন্ট। ফলে রাশিয়া ২০১৮ বিশ্বকাপের চুড়ান্ত পর্বে খেলার সুযোগ অনেকটাই নিশ্চিত করে ফেলেছে ইংল্যান্ড। কারণ গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা স্লোভাকিয়ার সঙ্গে তারা ৪ পয়েন্টের ব্যবধান রচনা করেছে। ইউরোপের ৯টি গ্রুপের শীর্ষ দলগুলোরই কেবল বিশ্বকাপের চুড়ান্ত আসরে সরাসরি অংশগ্রহণের নিশ্চয়তা রয়েছে।

খেলা শেষে ইংল্যান্ড কোচ সাউথগেট বলেন, ‘আমরা আরো বড় জয় পেতে চেয়েছিলাম। তবে রক্ষণাত্মক দলের বিপক্ষে জয় পাওয়াটা বেশ কঠিন।’ এদিকে গ্লাসগোতে অনুষ্ঠিত বছাইপর্বের আরেক ম্যাচে স্লোভানিয়াকে ১-০ গোলে হারিয়েছে স্কটল্যান্ড।

‘সি’ গ্রুপের শীর্ষ দল জার্মানী বাছাইপর্বে নিজেদের শতভাগ সফলতা ধরে রেখেছে। বাকুতে অনুষ্ঠিত ম্যাচে তারা স্বাগতিক আজারবাইজানকে ৪-১ গোলে পরাজিত করে। এই জয়ে বছাইপর্বে নিজেদের ৫ ম্যাচের সবক’টিতে জয়ের মাধ্যমে ১৫ পয়েন্ট সংগ্রহ করেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। ইউরো অঞ্চলে একই রকম শতভাগ সফলতা এখনো পর্যন্ত অক্ষুন্ন রেখেছে জার্মানি ও সুইজারল্যান্ড।

আন্দ্রে শুরলের জোড়া গোলের পাশাপাশি জার্মান দলের হয়ে বাকি গোল দুটি করেছেন থমাস মুলার ও মারিও গোমেজ। আজারবাইজানের হয়ে একমাত্র গোলটি পরিশোধ করেছেন মিডফিল্ডার দিমিত্রি নাজারভ।

 

খেলা শেষে জর্মান তারকা শুরলে বলেন, ‘গোল করতে পারাটা আমার জন্য ভালই হয়েছে। আমি বেশি খুশি হয়েছি দলকে এগিয়ে যেতে সহায়তা করতে পারায়। ডর্টমুন্ডে গিয়েও আমি এর পুনরাবৃত্তি ঘটাতে চাই।’

 

এদিকে বুলগেরিয়ার কাছে ২-০ গোলে হেরে যাবার ২৪ ঘন্টার মধ্যে বরখাস্ত হয়েছেন হল্যান্ডের কোচ ব্লিন্ড। এই হারের কারণে বিশ্বকাপের চুড়ান্ত আসরে খেলার সম্ভাবনা ফিকে হয়ে গেছে তিনবারের রানার্সআপ হল্যান্ডের। ‘এ’ গ্রুপে বর্তমানে তাদের অবস্থান চতুর্থ। গ্রুপের শীর্ষে রয়েছে ফ্রান্স। ইউরো ২০১৬ টুর্নামেন্টের চুড়ান্ত পর্বেও খেলতে ব্যর্থ হয়েছিলো ডাচ ফুটবল দলটি।