বাংলাদেশ সিরিজের খেলা দেখবেন না ক্লার্ক

মাথাভাঙ্গা মনিটর: বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের খেলা দেখতে টিভিতে চোখ রাখবেন না মাইকেল ক্লার্ক। তবে স্টিভেন স্মিথ ও অস্ট্রেলিয়া দলকে শুভকামনা জানিয়েছেন সদ্য অবসরে যাওয়া অধিনায়ক।

অবসরে যাওয়া আরেক ক্রিকেটার ব্র্যাড হাডিনকে নিয়ে সোমবার সিডনিতে একটি ক্রিকেট ক্লিনিকের উদ্বোধনে ছিলেন ক্লার্ক। সেখানেই সদ্য সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক কথা বললেন তার অবসর জীবন নিয়ে। বাংলাদেশ সিরিজের খেলা আমি দেখবো না- টিভিতে চোখ রাখার সম্ভাবনা খুবই কম। আমার ধরনটাই এমন যে ব্যস্ত থাকতে পছন্দ করি, কিছু না কিছু করি। আমার ব্যবসা ও সামনে আরও যেসব সুযোগ আছে, সেসব নিয়ে আমি রোমাঞ্চিত। সর্বোচ্চ চেষ্টা করবো যতোটা সম্ভব ক্রিকেট না দেখতে, অন্তত কিছুদিন। দেখি ক্রিকেট মিস করি কি-না! তবে বাংলাদেশ সফরের জন্য নতুন চেহারার অস্ট্রেলিয়া দলকে শুভকামনা জানিয়েছেন ক্লার্ক, আমি চাই ছেলেরা বাংলাদেশে গিয়ে সাফল্য পাবে। আমি নিশ্চিত ওরা সফল হবেই। দলে প্রতিভার অভাব নেই। এখন স্রেফ একসাথে খেলা ও পারস্পারিক আস্থা গড়ে তোলার সময়টা দেয়া প্রয়োজন। ক্লার্কের বিশ্বাস, নতুন অধিনায়ক স্মিথের দায়িত্ব নেয়ার এটিই সঠিক সময়। স্মিথির (স্মিথ) সবচেয়ে ইতিবাচক দিক হলো, সে এখন তার খেলার একদম চূড়ায় আছে। নেতৃত্ব নেয়ার এটিই সেরা সময়। এখন স্রেফ দুটি দিকই সামলাতে হবে এবং সেটা পারার মতো যথেষ্ট স্মার্ট সে।