বাংলাদেশ ম্যাচের আগে কোচ নিয়ে গাড্ডায় উইন্ডিজ

মাথাভাঙ্গা মনিটর: বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজশুরুর আগে বড় একটা ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ। দলের অনুশীলনে অনুপস্থিতরয়েছেন প্রধান কোচ ওটিস গিবসন।ওয়েস্টইন্ডিজের গণমাধ্যমগুলো জানায়, গিবসনকে ছাঁটাই করা হয়েছে বা হতে পারে। গত সোমবার গ্রেনাডারসেন্ট জর্জে দলের অনুশীলনে ছিলেন না তিনি। আজ বুধবার এখানেই হবে প্রথম ওয়ানডে।ত্রিনিদাদএক্সপ্রেস জানায়, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লিউআইসিবি) সভাপতি ডেভ ক্যামেরনঅনুশীলনে গিবসনের অনুপস্থিতির কথা নিশ্চিত করেন।তিনিগ্রেনাডায় নেই, আমরা কেবল এটুকুই নিশ্চিত করতে পারি। এছাড়া আর কিছুই এ মুহূর্তে নিশ্চিতকরে বলা যাবে না। আমরা আলোচনা করছি।২০১০সালের জানুয়ারিতে ২টি টেস্ট ১৫টি ওয়ানডে খেলা গিবসনকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়ডব্লিউআইসিবি। গত বছর চুক্তি পুনর্নবায়নের পর তার মেয়াদ বাড়ানো হয় ২০১৬ সালের অক্টোবরপর্যন্ত।সহকারী কোচ স্টুয়ার্ট উইলিয়ামস ওয়ানডে সিরিজে অন্তর্বর্তীকালীন কোচহিসেবে কাজ করতে পারেন আর সহকারী কোচ হতে পারেন বোলিং কোচ কার্টলি অ্যামব্রোস।