বাংলাদেশ-ভারত টেস্ট হচ্ছে, তবে আগামী বছর

 

স্টাফ রিপোর্টার: কদিন আগেই জানা গেল, আগামী সেপ্টেম্বরে ভারত সফরের কথা থাকলেও সেটি হচ্ছে না! এক টেস্টের সফরটা যে এ বছর অন্তত হচ্ছে না, সেটিও নিশ্চিত হওয়া গেছে পরে। তবে এ সফর নিয়ে একটা ইতিবাচক খবর পেলো বাংলাদেশ। এটি হতে পারে আগামী বছরের প্রথমার্ধে, ভারতীয় ক্রিকেট বোর্ডই (বিসিসিআই) দিয়েছে এমন ইঙ্গিত।

গতকাল দুপুরে নিজস্ব ওয়েবসাইটে ২০১৬-১৭ ক্রিকেট মরসুমের সূচি প্রকাশ করেছে বিসিসিআই। তাতে দেখা যাচ্ছে, ২০১৭ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারতে বেঙ্গালুরু, ধর্মশালা, রাঁচি ও পুনেতে চার টেস্টের একটা সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এ সফরের পাশেই একটা ফাঁকা সময় আছে ভারতের। ফাঁকা এই সময়ে টেস্টটি আয়োজিত হতে পারে। সম্ভাব্য ভেন্যু হায়দরাবাদ। ডিসেম্বর-জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরের পর আগামী বছরের মার্চে শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগেই বাংলাদেশ এই টেস্টটি খেলতে চায়। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সেটিই বললেন, আমাদের সাথে বিসিসিআইয়ের নিয়মিত যোগাযোগ তো চলছেই। তারা আমাদের কাছে সম্ভাব্য সূচি চেয়েছিলো। আমরা জানুয়ারি-ফেব্রুয়ারির মাঝে একটা সময় জানিয়েছি।