বাংলাদেশ বিপজ্জনক দল: কোহলি

মাথাভাঙ্গা মনিটর: বাংলাদেশকে বিপদজনক দল হিসেবে অভিহিত করেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। আজ বৃহস্পতিবার এজবাস্টনের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে টাইগারদের মুখোমুখি হওয়ার আগে গত বুধবারের সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ৪ উইকেট পড়ে যাওয়ার পরেও রেকর্ড জুটিতে রান তাড়ার কথা উল্লেখ করে তিনি বলেন, আজ বৃহস্পতিবার উজ্জীবিত বাংলাদেশ দলের বিপক্ষে ভারত খেলবে। এখন পর্যন্ত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ভারত ভালোই খেলেছে, শ্রীলঙ্কা ম্যাচটা বাদে। সবদিক চিন্তা করলে ভারত ফাইনালে যাওয়ার জন্য প্রস্তুত কিন্তু তার আগে বিপজ্জনক বাংলাদেশকে পার হয়ে যেতে হবে যারা নিউজিল্যান্ডের বিপক্ষে বড় রান তাড়া করে জিতে ফাইনাল নিশ্চিত করেছে। বাংলাদেশের উন্নতি প্রসঙ্গে ভারতীয় অধিনায়ন বলেন, দল হিসেবে বাংলাদেশ অনেক উন্নতি করেছে। বিগত কয়েক বছরে তারা অনেক পথ পেরিয়ে এসেছে। কোনো প্রতিপক্ষকেই হালকাভাবে নেয়ার সুযোগ নেই, বাংলাদেশ শীর্ষ আট দলের একটি। তাদের অনেক দক্ষ খেলোয়াড় রয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে তারা বড় রান তাড়া করে জিতেছে। তারা খুব লড়াকু দল।