বাংলাদেশ জাতীয় ফুটবল দল ঘোষণা: নতুন মুখ তুর্য্য

 

স্টাফ রিপোর্টার: আগামী ২ জুন তাজিকিস্তানের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের প্লে-অফ ম্যাচ খেলার জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। গত শনিবার বাফুফে ভবনে এ স্কোয়াড উপস্থাপন করেন ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ। দলে চমক হিসেবে আছেন ফরোয়ার্ড সৈয়দ রাশেদ তুর্য্য। প্রথমবারের মতো জাতীয় দলের হয়ে মাঠে নামবেন তিনি।

ক্রুইফ বলেন, আমি তাজিকিস্তানের বিপক্ষে যা যা করণীয় তার ওপর ভিত্তি করেই দল চূড়ান্ত করেছি। আমি আত্মবিশ্বাসী বাংলাদেশ তাজিকিস্তানের বিপক্ষে ভালো ফুটবল খেলবে। বাংলাদেশ গতকাল রোববার তাজিকিস্তানের উদ্দেশে যাত্রা করেছে। পেশাদার লিগে খেললেও বেঞ্চেই বসে থাকতে হয়েছে তুর্য্যকে। এবার রহমতগঞ্জের হয়ে বদলি হিসেবে নেমে গোলও করেছেন একটি। সেই স্ট্রাইকার সৈয়দ রাশেদ তুর্য্যই জাতীয় দলের কোচ ডি ক্রুইফের পছন্দের তালিকায়।