বাংলাদেশ কী করে ভারতের বিরুদ্ধে গেলো ক্ষুব্ধ শাস্ত্রীর প্রশ্ন

 

মাথাভাঙ্গা মনিটর: বিশ্ব ক্রিকেটে তিন মোড়লের নীতি থেকে সরে আসতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এখন থেকে বাংলাদেশসহ টেস্ট খেলুড়ে সবদেশই সমানসংখ্যক টেস্ট খেলার সুযোগ পাবে। এমনকি আইসিসি থেকে অর্জিত আয়ের অংশটাও সমানভাবে বণ্টন হবে সবার মাঝে। আইসিসির এমন সিদ্ধানেত স্বস্তি পেয়েছে পুরো ক্রিকেট বিশ্ব। ভারত ও শ্রীলঙ্কা ছাড়া বাংলাদেশসহ বাকি ক্রিকেট বিশ্ব আইসিসির এমন সিদ্ধান্তে সক্রিয় সমর্থন জানিয়েছে। তবে ভারতের বিপক্ষে যাওয়ায় বাংলাদেশের ওপর ব্যাপক চটেছেন ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রবি শাস্ত্রী। ভারতীয় গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ক্ষুব্ধ প্রতিক্রিয়াই ব্যক্ত করেছেন ভারতের সাবেক এই ক্রিকেটার। তিনি জানিয়েছেন বাংলাদেশের এমন সিদ্ধান্তে তিনি বিস্মিত। শুধু তাই নয়, তিনি দাবি করেছেন, বাংলাদেশ ক্রিকেটের অগ্রগতি ভারতের হাত ধরেই! বাংলাদেশের কাছ থেকে এমনটা আশা করেননি তিনি। এ প্রসঙ্গে রবি শাস্ত্রী বলেন, শ্রীলঙ্কা ছাডা আর কোনো দেশ ভারতের পাশে দাঁডালো না দেখে আমি বিস্মিত। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের কথা না হয় ছেডে দিলাম। কিন্তু বাংলাদেশ কী করে ভারতের বিরুদ্ধে গেলো? ওদের টেস্ট স্ট্যাটাস পাওয়া থেকে শুরু করে সমস্ত অগ্রগতিটাই তো ভারতের হাত ধরে। কতোবার ওদের অনুরোধে আমরা দ্বিপক্ষীয় সিরিজ খেলে এসেছি। একই কাজ করলো জিম্বাবুয়েও। এই সেদিনও ভারতীয় দল গিয়ে ওয়ানডে খেলে এলো ওদের দেশে।