বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন কর্তৃক মনোনীত যুব গেমসের পর্যবেক্ষক হলেন চুয়াডাঙ্গার ছেলে আব্দুল লতিফ খান যুবরাজ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন কর্তৃক বাংলাদেশ যুব গেমস ২০১৮’র চুয়াডাঙ্গা ভেন্যুর পরামর্শক ও পর্যবেক্ষক মনোনীত হলেন চুয়াডাঙ্গার ছেলে মিনিস্টার মাইওয়ান ফ্রিজের স্বত্বাধিকারী আব্দুল লতিফ খান যুবরাজ। উল্লেখ্য, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে তৃর্ণমূল পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড় সংগ্রহের লক্ষ্যে বাংলাদেশ যুব গেমস ২০১৮ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আগামী ১৮-২৪ ডিসেম্বর পর্যন্ত দেশের ৬৪ জেলায় আন্তঃউপজেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আব্দুল লতিফ খান যুবরাজ চুয়াডাঙ্গা ভেন্যুর ডিসিপ্লিনসমূহের প্রতিযোগিতা সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনে একজন সম্মান্বিত পরামর্শক ও পর্যেবেক্ষক হিসেবে কাজ করবেন। বাংলাদেশ যুব গেমস ২০১৮’র স্টিয়ারিং কমিটির সদস্য-সচিব আশিকুর রহমান মিকু স্বাক্ষরিত পত্রে বিষয়টি নিশ্চিত করেছেন। লতিফ খান যুবরাজ দায়িত্ব পালনে সহযোগিতা চেয়ে জেলাবাসীর নিকট দোয়া চেয়েছেন।