বাংলাদেশের বিপক্ষে দ. আফ্রিকা ওয়ানডে দলে প্যাটারসন

মাথাভাঙ্গা মনিটর: বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকা দল ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা ডেইন প্যাটারসন। দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে ফাফ দু প্লেসি প্রথম সিরিজে দলের বেশ কয়েকজন সিনিয়র বোলারকে পাচ্ছেন না বলে আগেই জানা ছিলো। চোটের কারণে না পাওয়াদের তালিকায় পরে যোগ হন মর্নে মর্কেল। তার জায়গায় ওয়ানডে দলে ডাক পেলেন প্যাটারসন। মর্কেলের জায়গায় টেস্ট স্কোয়াডেও নেয়া হয়েছে এই পেসারকে।

২৮ বছর বয়সী প্যাটারসন দক্ষিণ আফ্রিকার হয়ে এখন পর্যন্ত চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। সর্বশেষে খেলেছেন চলতি বছরের জুন মাসে ইংল্যান্ড সফরে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটিতে ক্যারিয়ার সেরা বল করেন প্যাটারসন; ৩২ রান দিযে নেন ৪ উইকেট। শেষ ওভারগুলোতে তার প্রতিশ্রুতিশীল বোলিংই নজর কেড়েছে নির্বাচকদের।  ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকার পেস বোলিংয়ের মূল শক্তি কাগিসো রাবাদা। তার সঙ্গে থাকবেন অলরাউন্ডার ওয়েইন পার্নেল, আন্দিলে ফেলুকওয়ায়ো। পিঠের চোট কাটিয়ে উঠতে না পারায় দলে জায়গা পাননি ক্রিস মরিস। দলে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার ইমরান তাহির। জায়গা পাননি টেস্ট সিরিজে থাকা কেশভ মহারাজ। ফিরছেন সবশেষে ইংল্যান্ড সফরে খেলা এবি ডি ভিলিয়ার্স। বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও খেলবেন তিনি। মিডল অর্ডারে থাকছেন টেস্ট থেকে অবসর নেয়া জেপি দুমিনি। আছেন ডেভিড মিলার ও একমাত্র ওয়ানডেতে শতক করা টেম্বা বাভুমা। কিম্বার্লিতে ১৫ অক্টোবর সিরিজের প্রথম ওয়ানডে মুখোমুখি দুই দল। দ্বিতীয় ম্যাচটি হবে পার্লে, ১৮ অক্টোবর। ২২ অক্টোবর সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ হবে ইস্ট লন্ডনে। ফাফ দু প্লেসি (অধিনায়ক), হাশিম আমলা, টেম্বা বাভুমা, ফারহান বেহারডিন, কুইন্টন ডি কক, এবি ডি ভিলিয়ার্স, জেপি দুমিনি, ইমরান তাহির, ডেভিড মিলার, ওয়েইন পার্নেল, ডেইন প্যাটারসন, আন্দিলে ফেলুকওয়ায়ো, ডোয়েইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা।