বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার দল ঘোষণা

 

মাথাভাঙ্গা মনিটর: ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশকে লড়তে হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। লাল-সবুজের জার্সিধারীদের স্কোয়াড এখনও ঘোষণা না করলেও অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন তাদের স্কোয়াড ঘোষণা করেছে। এশীয় চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ সেপ্টেম্বর মামুনুল-এমিলি-হেমন্তদের মাঠে নামতে হবে। পার্থে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এই প্রথম বর্তমান এশিয়া চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো ফুটবল ম্যাচ খেলতে যাচ্ছে মামুনুলরা। অজিদের ঘোষিত ২৩ সদস্যের এই দলে রয়েছেন দেশটির তারকা স্ট্রাইকার টিম কাহিল। আরও রয়েছেন ভ্যালেন্সিয়ায় খেলা গোলরক্ষক ম্যাথিউ রায়ান, বায়ার লেভারকুজেনের ফরোয়ার্ড রবি ক্রুজ, ইংলিশ প্রিমিয়ারের দল ক্রিস্টাল প্যালেসের মিডফিল্ডার মাইল জেদিনাক।

দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ (২০১০) এবং ব্রাজিল বিশ্বকাপে (২০১৪) খেলা মাইল জেদিনাককে অধিনায়ক আর দেশের জার্সি গায়ে ৮৩ ম্যাচ খেলা টিম কাহিলকে সহঅধিনায়ক করে দল ঘোষণা করেছেন অস্ট্রেলিয়ার কোচ আগ্নে পোস্তেকোগলো।
অস্ট্রেলিয়া দল: অ্যালেক্স কিসাক, অ্যাডাম ফেডরিসি, ম্যাথিউ রায়ান, ম্যাথু স্পিরানোভিচ, অ্যালেক্স উইকিনসন, এজাজ বেহিচ, জেসন ডেভিডসন, তারেক এলরিচ, বেইলি রাই, রায়ান ম্যাকগোয়ান, মার্ক মিলিগাম, মাইল জেদিনাক, টমি ওয়ার, মাসিমো লুয়োনগো, ম্যাট ম্যাকেই, টম রজিক, অ্যারন মুই, জ্যাকসন অরভিন, টিম কাহিল, ম্যাথু লেকি, টমি জুরিক, নাথান বার্নাস, রবি ক্রুজ।