বাংলাদেশের জয়ে ষড়যন্ত্র আবিষ্কার পাকিস্তানে

মাথাভাঙ্গা মনিটর: ভারতের বিপক্ষে একদিনের সিরিজে প্রথম খেলায় জয়ের পর যখন প্রশংসায় ভাসছেন বাংলাদেশের ক্রিকেটাররা, তখন এই জয়ের পেছনে ‘গভীর ষড়যন্ত্র’ দেখছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার সরফরাজ নওয়াজ। বাংলাদেশের কাছে ভারতের ৭৯ রানে হারের পর এশিয়ার আরেক ক্রিকেট শক্তি পাকিস্তানের বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘দুনিয়া নিউজ’ এর ‘ইয়ে হ্যায় ক্রিকেট দিওয়াঙ্গি’ অনুষ্ঠানে তা নিয়ে আলোচনা ওঠে।

অনুষ্ঠানে উপস্থাপক আলিনা ফারুক কথা বলার ফাঁকে বাংলাদেশের কাছে ভারতের হারের কারণ সম্বন্ধে জানতে চান পাকিস্তানের সাবেক ফাস্ট বেলার সরফরাজ নওয়াজের কাছে। ১৯৬৯ সালে পাকিস্তান দলে অভিষেক হওয়ার পর অর্ধশতাধিক টেস্টে দেড় শতাধিক উইকেট নেয়া সরফরাজ স্টুডিওতে উপস্থিত ছিলেন না, তিনি টেলিফোনে যুক্ত হন অনুষ্ঠানে। উপস্থাপকের প্রশ্নের জবাবে সরফরাজ বলেন, পাকিস্তান যেন ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে না পারে, এজন্যই ষড়যন্ত্রমূলকভাবে বাংলাদেশকে ম্যাচ ছেড়ে দিয়েছে।