বর্ষসেরার পুরস্কারে মেসিকে ছোঁয়ার লক্ষ্য রোনালদোর

মাথাভাঙ্গা মনিটর: টানা দুই বার ফিফা ব্যালন ডি’অর জিতে লিওনেল মেসির সাথে বর্ষসেরা পুরস্কার জয়ের ব্যবধানটা কমিয়ে এনেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। ভবিষ্যতে এ ব্যবধান ঘুচিয়ে ফেলার স্বপ্ন দেখেন রিয়াল মাদ্রিদের এ পর্তুগিজ তারকা। সোমবার মেসি-নয়ারকে পেছনে ফেলে ২০১৪ সালের ফিফা-ব্যালন ডি’অর পুরস্কার জয়ের পর রোনালদো বলেন, প্রত্যেকটি মরসুমই আমার জন্য নতুন চ্যালেঞ্জ .এটা (ফিফা ব্যালন ডি’অর জয়) আমাকে একই লক্ষ্য নিয়ে ২০১৫ সাল শুরু করার অনুপ্রেরণা দিচ্ছে।

২০০৭ সালে প্রথম ফিফার বর্ষসেরা পুরস্কার জয়ের জন্য তিন জনের সংক্ষিপ্ত তালিকায় আসেন রোনালদো। ২০০৮ সালে প্রথম এ পুরস্কার জেতেন তিনি। এরপর কেবল ২০১০ সালের তিন জনের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন না রোনালদো। ২০০৯, ২০১১ ও ২০১২ সালে মেসির পেছনে থেকে দ্বিতীয় হন তিনি। এই চার বছর টানা বর্ষসেরা হন মেসি। গত বছর মেসিকে পেছনে ফেলে ফিফা-ব্যালন ডি’অর পুরস্কার জেতেন রোনালদো। এবারও চিরপ্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলেন পর্তুগাল অধিনায়ক। এ নিয়ে তৃতীয়বার ব্যালন ডি’অর পাওয়া রোনালদো বারবার জুরিখের এই অনুষ্ঠানে আসার স্বপ্ন দেখেন। আমি জানি, এ পুরস্কার জিততে কতোটা কঠোর পরিশ্রম লাগে। তাই আমি আগে যতোবারই এটা নিতে আসি না কেন, এখনও আমি আবেগাক্রান্ত হয়ে পড়ি। আশা করি, সামনে আরো অনেক বছরই আমি এখানে আসবো।