বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত

 

ভ্রাম্যমাণ প্রতিনিধি জানিয়েছেন,গতকাল বুধবার বিকেল ৩টায় কার্পাসডাঙ্গা ইউনিয়ন পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-বঙ্গমাতা বেগম ফজিলাতুনেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বালক কার্পাসডাঙ্গা মিশন স্কুল ১-০ গোলে বয়রা স্কুলকে হারিয়েছে। অপর খেলায় বালিকা কার্পাসডাঙ্গা স্কুল ২-০ গোলে মুন্সিপুর স্কুলকে পরাজিত হারিয়েজয়ী হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফরিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরজাহান বেগম। এসময় উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার আসাফদ্দৌলা,প্রধান শিক্ষক নাজমুল আহসান বাবুল,আহাম্মেদ আলী,কামাল হোসেন ও আনিছুর রহমান। খেলাটি পরিচালনা করেন আবু বক্কর সিদ্দিক,রমজান আলী,আ. রউফ।

ভালাইপুর/খাদিমপুর প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গার চিৎলা ইউনিয়নে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ চিৎলা ইউনিয়ন আয়োজিত কয়রাডাঙ্গা কেডিসি ক্লাব মাঠে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। গতকাল ফাইনালে চিৎলা রুইতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫-০ গোলে কয়রাডাঙ্গা রুইথনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে এবং বঙ্গমাতা ফুটবলে গোকুলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে নওদা হাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান,জেলা কৃষি অফিসার রেজাইল করীম,প্রধান শিক্ষক হাসান উজজ্জামান, শাহাবুল হক, উবাইদুল্লাহ, সহকারী শিক্ষক হাসান আলী, আশাবুল হক প্রমুখ। সার্বিক খেলা পরিচালনা করেন ক্রীড়াবিদ ও পৌর আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক মহাসিন রেজা।

ডাকবাংলা প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলার সাধুহাটি ইউনিয়নের ১৩টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীরা অংশগ্রহণ করে বঙ্গমাতা ফজিলাতুন নেছা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে এনায়েতপুর ১-০গোলে পোতাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাধুহাটি স্কুল কমিটির সভাপতি ও প্যানেল চেয়ারম্যান কাজী নাজির উদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে তুলে দেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. সাজ্জাদ হোসেন। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম।

 

মেহেরপুর অফিস জানিয়েছে,গতকাল বুধাবার বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট মেহেরপুর ভৈরব সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে মেহেরপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে,শহীদ আশরাফুল হাফিজ খান সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে মেহেরপুর পৌর পশুহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং কালাচাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে মেহেরপুর এসএম সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করেছে।

এদিকে একই মাঠে অনুষ্ঠিত বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টেমেহেরপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে মেহেরপুর ভৈবর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে,শহীদ আশরাফুল হাফিজ খান সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে মেহেরপুর পৌর পশুহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং কালাচাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে মেহেরপুর এসএম সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।