ফুটবলে এমনটা হতেই পারে : রোনালদো

 

মাথাভাঙ্গা মনিটর: অস্ট্রিয়ার বিপক্ষে অনেক আক্রমণ বিফলে যাওয়ার পর স্পটকিকেও সুযোগ নষ্ট করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগালের জন্য হতাশার ম্যাচ শেষে অধিনায়কের দর্শন, ফুটবলে এমনটা হতেই পারে। ফরোয়ার্ডদের ব্যর্থতায় প্যারিসে গত শনিবার রাতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে গুরুত্বপূর্ণ ম্যাচটি গোলশূন্য ড্র করেছে ২০০৪ আসরের রানার্সআপরা। পুরো ম্যাচ জুড়ে একের পর এক আক্রমণ করেও অস্ট্রিয়ার গোলরক্ষক রবার্ট আলমারকে পরাস্ত করতে পারেননি রোনালদো-নানিরা। শেষ দিকে পেনাল্টি থেকেও গোল করতে পারেননি রোনালদো। ম্যাচ শেষে রোনালদো বলেন, এটাই ফুটবল। আমরা অনেক সুযোগ তৈরি করেছি, কিন্তু গোল করতে পারিনি। আমি পেনাল্টি এবং অন্যান্য সুযোগও কাজে লাগাতে ব্যর্থ হয়েছি।

এফ গ্রুপে প্রথম ম্যাচে আইসল্যান্ডের সাথে ১-১ গোলে ড্র করেছিলো পর্তুগাল। টানা দ্বিতীয় ড্রয়ের পর ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা। হাঙ্গেরির বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ নিয়ে আশার কথা শোনালেন রোনালদো। আগামী ম্যাচে আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমাদের মনে করতে হবে, এটা সম্ভব। আমরা জিতলে পরের রাউন্ডে উঠবো। পর্তুগালকে বিশ্বাস করতে হবে। দ্বিতীয় স্থানে থাকা আইসল্যান্ডের পয়েন্টও ২। ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে হাঙ্গেরি। আগামী বুধবার লিওঁতে হাঙ্গেরির বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে নামবে পর্তুগাল।