ফিফা র‌্যাংকিংয়ে চারধাপ নেমে গেলো বাংলাদেশ

 

মাথাভাঙ্গা মনিটর: বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে পেছনে ফেলে ফিফা র‌্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে উঠে এসেছে বেলজিয়াম। সর্বশেষ প্রকাশিত র‌্যাংকিংয়ে শীর্ষ স্থান অক্ষুণ্ণ রেখেছে আর্জেন্টিনা। অবনমন হয়েছে বাংলাদেশের। চার ধাপ পিছিয়ে ১৬৬ থেকে বর্তমানে ১৭০তম স্থানে রয়েছে বাংলাদেশ।

গত বছরের বিশ্বকাপ ম্যাচের পয়েন্ট এখন কমে যাওয়ায় জার্মানি ও আর্জেন্টিনা উভয়েই র‌্যাংকিংয়ের ক্ষেত্রে পয়েন্ট হারিয়েছে। কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলি এক ধাপ এগিয়ে শীর্ষ ১০-এ উঠে এসেছে। নেদারল্যান্ডস বাদ পড়েছে শীর্ষ ১০ থেকে। গোল্ড কাপ চ্যাম্পিয়ন মেক্সিকো ২৬ ধাপ এগিয়ে ১৪ এবং রানার্সআপ জ্যামাইকা ৫৫ থেকে ২১ নম্বরে উঠে এসেছে। র‌্যাংকিং: ১. আর্জেন্টিনা, ২. বেলজিয়ান, ৩. জার্মানি, ৪. কলম্বিয়া, ৫. ব্রাজিল, ৬. পর্তুগাল, ৭. রোমানিয়া, ৮. ইংল্যান্ড, ৯. ওয়ালস, ১০. চিলি।