ফিফা প্রেসিডেন্টের সাথে ম্যারাডোনার বৈঠক

 

মাথাভাঙ্গা মনিটর: ফিফার দীর্ঘদিনের সমালোচক দিয়েগো ম্যারাডোনার সাথে সাক্ষাৎ করেছেন ফিফা নতুন প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ফুটবলের ভবিষ্যত দিকনির্দেশনার সিদ্ধান্ত গ্রহণে সাবেক শীর্ষ খেলোয়াড়দের যুক্ত করার পরিকল্পনা হাতে নিয়েছেন ইনফান্তিনো। প্যারিসে ম্যারাডোনা ও ইনফান্তিনোর মধ্যে খুবই ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হয়েছে বলে এক বিবৃতিতে জানায় ফিফা। আর্জেন্টিনার ফুটবল উন্নয়নে ফিফা প্রেসিডেন্টকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত ৮৬ বিশ্বকাপের নায়ক।

বলা হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ যে, ম্যারাডোনার মতো একজন সত্যিকারের কিংবদন্তি ফুটবলের ভবিষ্যত নিয়ে এবং এর প্রচার ও উন্নয়নে অংশ নিতে আগ্রহী। এটা ফিফা প্রেসিডেন্টের লক্ষ্য বাস্তবায়নের আরেকটি ধাপ। তিনি ফিফার সাথে ফুটবলে ইতিহাস সৃষ্টিকারী খেলোয়াড়ের পুনরায় সংযোগ স্থাপন করতে চান।