ফিফার দুর্নীতি নিয়ে চুংয়ের বক্তব্যের পাল্টা জবাব ব্লাটারের

 

মাথাভাঙ্গা মনিটর: চুং মং-জুন একজন প্রার্থী হওয়া সত্ত্বেও বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে ‘দুর্নীতিগ্রস্ত সংগঠন’ বলায় আঘাত পেয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান সভাপতি সেপ ব্লাটার। তিনি বলেন, দক্ষিণ কোরিয়ার শিল্পপতি সোমবার আনুষ্ঠানিকভাবে ফিফা সভাপতি হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করার সময় যে মন্তব্যটি করেছেন তাতে তিনি ‘অস্বস্তি’ বোধ করছেন। এ সময় চুং বলেছিলেন, ‘ফিফা দুর্নীতির আখড়ায় পরিণত হবার প্রধান কারণ হচ্ছে কিছু কিছু ব্যক্তির (ব্লাটার) ৪০ বছর ধরে প্রতিষ্ঠানটির ক্ষমতাকে আঁকড়ে ধরার প্রবণতা। অসীম ক্ষমতা সীমাহীন দুনীতির জন্ম দেয়।’ ব্লাটার বলেন, ‘ড. চুং মং-জুন ফিফাকে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান বলেছেন, এমন কথা শুনেই আমি অস্বস্তি বোধ করছি। তার এটি ভুলে গেলে চলবে না যে তিনি ফিফার সহসভাপতির দায়িত্বে ছিলেন এবং ১৯৯৪ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি ফিফা ইমার্জেন্সি কমিটির সদস্য ছিলেন।