ফিফটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম

 

মাথাভাঙ্গা মনিটর: চ্যাম্পিয়ন্স ট্রফির হাই ভোল্টেজ সেমিফাইনাল ম্যাচে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ফিফটি হাকিয়েছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। টুর্নামেন্টে তামিমের রানরথ থামছেই না। শেখর ধাওয়ানের ২৭১ রানকে টপকে আবারো টুর্নামেন্টের সেরা রান সংগ্রাহকদের তারিকার শীর্ষে উঠে গেছে তামিম। টুর্নামেন্টে তামিম ইংল্যান্ডের বিপক্ষে ১২৮, অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৫ রান করলেও নিউজিল্যান্ডের বিপক্ষে শূন্য রানে বিদায় নিয়েছিলেন। তবে গতকাল মহাগুরুত্বপূর্ণ ম্যাচে আবরো স্বরুপে ফিরে এসেছেন তামিম। তবে ইনিংসের শুরুতে ব্যাটিংয়ে স্বাচ্ছন্দ্য ছিলো না তামিমের। একবার হার্দিক পান্ডিয়ার বলে বোল্ড হন। কিন্তু নো বল হওয়ায় বেঁচে যান তিনি। এর আগে কুমারের বলে একটি ফ্রি হিট মারতে গিয়ে ক্যাচও দিয়েছিলেন এই রান মেশিন।

শেষ পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৫০ ওভারে ৭ উইকেটে হারিয়ে ২৬৫ রান। তামিম ইকবালের ৭০ রান। এর আগে বার্মিংহামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ম্যাচে দুই দলের একাদশই কোনো পরিবর্তন আসেনি। টাইগারদের ইনিংসের উদ্বোধন করতে নেমে অফফর্মের ধারাবাহিকতা ধরে রেখে বিদায় নিয়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য সরকার। প্রথম ওভারের শেষ বলে ভুবনেশ্বর কুমারের অফ স্ট্যাম্পের বাইরের একটি বল খেলতে গিয়ে প্লেড অন হয়ে শূন্য রানে সাজঘরে ফিরে যান সৌম্য। সৌম্যর পর ক্রিজে আসেন সাব্বির। ভারতীয় বোলদের বিপক্ষে কাউন্টার অ্যাটাক শুরু করে খেলতে থাকেন তামিম-সাব্বির। তাদের মুহুর্মুহু বাউন্ডারিতে মেতে উঠে বার্মিংহাম স্টেডিয়ামের গ্যালারী। তবে সপ্তম ওভারের পঞ্চম বলে ভুবনেশ্বর কুমারের বলে পয়েন্টে জাদেজার হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন সাব্বির। সাব্বির আউট হওয়ার আগে টানা ১১ টি বলে কোনো রান নিতে পারেনি বাংলাদেশ। সাব্বিরের বিদায়ের পর ক্রিজে আসেন মুশফিকুর রহিম।