ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি আন্তঃডিপার্টমেন্ট স্বাধীনতা কাপ ফুটবলেবিবিএ বিভাগ চ্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টার: ফাস্টক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ চুয়াডাঙ্গার আন্তঃডিপার্টমেন্ট স্বাধীনতা কাপ ফুটবল প্রতিযোগিতায় ট্রিপল-ই বিভাগকে পরাজিত করে বিবিএ বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল শনিবার বিকেলে চুয়াডাঙ্গা টাউনক্লাব ফুটবলমাঠে অনুষ্ঠিত ফাইনালে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় নির্ধারিত সময়ে কোনো পক্ষই গোল করতে পারেনি। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে বিবিএ বিভাগ ৩-২ গোলে ট্রিপল-ই-বিভাগকে পরাজিত করে শিরোপা লাভ করে। চ্যাস্পিয়ন দলের পক্ষে গোল করেন রাকিব, হাসান ও সালাম। বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানান এবং একই সাথে অংশগ্রহণকারী সকল বিভাগের দলকে শুভেচ্ছা জানান। গতকাল ফাইনাল খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ভাইস চেয়ারম্যান সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, ট্রেজারার প্রফেসর আব্দুল মোত্তালিব, পরিচালক (অর্থ) আব্দুল মজিদ বিশ্বাস, সহকারী রেজিস্টার নাফিউল ইসলাম জোয়ার্দ্দার শান্ত, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. মাহাবুব আলম, ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর ইমরোজ মোহাম্মদ সোয়েব, কৃষি অনুষদের প্রধান ড.নাহিদ পরভেজ, ইংরেজি বিভাগের আমিরুল ইসলামসহ ইউনির্ভারসিটির সকল বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। ফাইনাল খেলাটি পরিচালনা করেন ইমরান মন্ডল, মৃনাল ও সাইফুল ইসলাম। উল্লেখ্য আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন শেষে বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয় চত্বরে চ্যাম্পিয়ন ও রানার দলের মধ্যে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হবে।