ফাইনালে স্বপ্ন ভাঙল বাংলাদেশের

 

মাথাভাঙ্গা মনিটর: প্রথমার্ধ শেষ ১-১ সমতার স্বস্তি নিয়ে। দ্বিতীয়ার্ধেও লড়াইয়ের ইঙ্গিত মিলেছিলো। কিন্তু হাস্যকর কিছু ভুলের চড়া মাশুল দিতে হলো বাংলাদেশকে। ভারতের কাছে ৩-১ ব্যবধানে হেরে প্রথমবারের মতো মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের স্বপ্ন গুঁড়িয়ে গেল। টানা চতুর্থবারের মতো সাফের শিরোপা স্বাদ পেল ভারত। এই বাংলাদেশের সঙ্গে গোলশূন্য ড্র করে ‘বি’ গ্রুপে রানার্সআপ হয়েছিলো তারা। সাবিনারা হয়েছিলো গ্রুপ সেরা। স্বপ্নের ফাইনাল বাংলাদেশ শুরু করেছিলো টুর্নামেন্টে কোনো গোল না খাওয়ার তৃপ্তি নিয়ে। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে গতকাল বুধবার সন্ধ্যায় চেনা মাঠে, হাজার পাঁচেক চেনা দর্শকের সমর্থন নিয়ে খেলতে নামা ভারত শুরু থেকে মেলেছিলো আগ্রাসী ফুটবলের পসরা। শুরুতে অল্পের জন্য বেঁচেও যায় বাংলাদেশ। দ্বিতীয় মিনিটে ডান দিকের ডি-বক্সের একটু ওপর থেকে সাসমিতা মালিকের ফ্র-কিক দূরের পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।