প্রোটিয়া পেস তোপে বিপদে শ্রীলঙ্কা

প্রোটিয়া পেস তোপে বিপদে শ্রীলঙ্কা

মাথাভাঙ্গা মনিটর: পোর্ট এলিজাবেথে বোলিং দাপট চলছেই। টেস্টের প্রথম দিনে আলোটা ছিলো শ্রীলঙ্কান পেসার সুরাঙ্গা লাকমালের দিকে। গতকাল মঙ্গলবার দ্বিতীয় দিনে সেটা নিজের দিকে নিতে চাইলেন দক্ষিণ আফ্রিকার ভেরনন ফিল্যান্ডার ও কাইল অ্যাবট। যাতে অনেকটাই বিপদে শ্রীলঙ্কা। পোর্ট এলিজাবেথ টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে ৭ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করেছে। এর আগে প্রোটিয়া পেস তোপে মাত্র ১৫৭ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে ফেলেছে শ্রীলঙ্কা। ৩৯ রান করেছেন লঙ্কান দলপতি অ্যাঞ্জেলো ম্যাথিউস। এছাড়া দিনেশ চান্দিমাল ২৮, রঙ্গনা হেরাথ ২৪ রান করেন এবং ৪৩ রানে অপরাজিত আছেন অলরাউন্ডার ধনাঞ্জয়া ডি সিল্ভা। সফরকারীদের পক্ষে এ পর্যন্ত এটাই সর্বোচ্চ ব্যক্তিগত ইসিংস।

দক্ষিণ আফ্রিকার হয়ে ফিল্যান্ডার ৩টি ও অ্যাবট ২টি এবং রাবাদা ও স্পিনার কেশভ মহারাজ ১টি করে উইকেট দখল করেছেন। এর আগে ৬ উইকেটে ২৬৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ২৮৬ রানে গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। লঙ্কান পেসার সুরাঙ্গা লাকমাল একাই ৫টি উইকেট দখল করেন।