প্রীতি টি-১০ ক্রিকেট ম্যাচে চুয়াডাঙ্গা জেলা পুলিশ একাদশ ও চুয়াডাঙ্গা সরকারি কলেজ অধ্যক্ষ একাদশ ফাইনালে উন্নীত

স্টাফ রিপোর্টর: ‘বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্য দেশে উত্তরণে’ সারা দেশব্যাপী প্রচারাভিযানের অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন কর্তৃক ৬ দিনের কর্মসুচী গ্রহন করা হয়েছে। তারই অংশ হিসেবে গতকাল বুধবার বিকেল ৪টায় চুয়াডাঙ্গা ঠাউন ক্লাব মাঠে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় প্রীতি ক্রিকেট ম্যাচ। টি-১০ ক্রিকেট প্রতিযোগিতার প্রথম খেলায় সদর উপজেলা একাদশ মুখোমুখি হয় জেলা পুলিশ একাদশের বিপক্ষে। টস জিতে সদর উপজেলা দলের অধিনায়ক উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারী প্রথমে ব্যাটিং করে ৭ উইকেট হারিয়ে ৪২ রান সংগ্রহ করে। জবাবে ৫ ওভার ২ বলে জেলা পুলিশ একাদশ কোন উইকেট না হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছায়। ফলে জেলা পুলিশ একাদশ জয়লাভ করে ১০ উইকেটে। দ্বিতীয় খেলায় টস জিতে জেলা প্রশাসন একাদশের অধিনায়ক জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ প্রথমে ব্যাটিং করে ৯ উইকেটে ৬৯ রান সংগ্রহ করে। জবাবে চুয়াডাঙ্গা সরকারি কলেজ অধ্যক্ষ একাদশ ৬ ওভার ২ বলে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায়। ফলে ৮ উইকেটে জয়লাভ করে ফাইনালে উন্নীত হয় অধ্যক্ষ একাদশ। আজ একই মাঠে বিকেল ৩টায় তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচ ও বিকেল ৪টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। গতকালে খেলাটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের ক্রীড়া বিষয়ক সম্পাদক ও চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির পরিচালক ইসলাম রকিব, মুন্সিগঞ্জ ক্রিকেট একাডেমির কোচ রিপন। স্কোরারের দায়িক্ত পালন করেন মহিবুল্লাহ ও মেহেদী মারুফ এবং ম্যাচ রেফারীর দায়িক্ত পালন করেন চুয়াডাঙ্গা জেলা আম্পায়ার এসোসিয়েশনের সাবেক সভাপতি সরোয়ার হোসেন জোয়ার্দ্দার মধু এবং টিভি আম্পায়ের দায়িত্বে ছিলেন সাবেক ক্রিকেটার সুরেশ কুমার আগরওয়ালা পিন্টু।