প্রথম টি টোয়েন্টিতে হারলো মেয়েরা

স্টাফ রিপোর্টার: আয়ারল্যান্ডে প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিকদের কাছে ৬ রানে হেরেছে বাংলাদেশের মেয়েরা। বৃষ্টির কারণে ১০ ওভারে নেমে আসা ম্যাচটিতে আয়ারল্যান্ডের ৫৪ রানের জবাবে পুরো ওভার খেলে ৬ উইকেট হারিয়ে ৪৮ রান করতে পারে বাংলাদেশ।

আয়ারল্যান্ডের ব্রিডি ক্রিকেট ক্লাব মাঠে টসে জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ১০ ওভার খেলে আট উইকেট হারিয়ে ৫৪ রান করে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের ওপেনার ক্লেয়ার শিলিংটন ১৮ বলে ২৬ রান করেন। আয়ারল্যান্ডের আর কোনো ব্যাটসম্যান দু অঙ্ক ছুতে পারেনি। বাংলাদেশের খাদিজা তুল কুবরা ২ ওভার বোলিং করে তিন উইকেট নেন মাত্র ৫ রান দিয়ে।

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের ব্যাটসম্যানরা ধীর শুরু করে। ৯ ওভারে মাত্র তিন উইকেট হারিয়ে ৪৫ রান করে। শেষ ওভারে দরকার ছিলো ১০ রান। ও রেলির করা শেষ ওভারে রুমান আহমেদ এলবিডব্লিউ, রিতু মণি রান আউট ও ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ রান করা ফারজানা হক স্টাম্পড হন। ২৪ বলে ২৪ রান করেছিলেন ফারজানা।  সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিটি মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এরপর ৮ ও ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে দুটি ওয়ানডে।