প্রতিবন্ধী শিশুদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ভালাইপুর প্রতিনিধি: প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগী করে গড়ে তুলতে সিলেকটেড স্কুল পর্যায়ে প্রতিবন্ধী শিশুদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ৯টা থেকে প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থা আয়োজনে ডিআরআরএ ও এসএলএফ নেদারল্যান্ডস’র সহযোগিতায় এমএ বারী মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতায় সীমান্ত সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, উজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এমএ বারী মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থী শিশুরা অংশগ্রহণ করে। ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ ও আলোচনা অনুষ্ঠানে এমএ বারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম আলী আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুন উজ্জামান। বিশেষ অতিথি ছিলেন প্রত্যাশা নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন, শিক্ষক মাজহারুল ইসলাম, রুস্তম আলী, শিক্ষক ফাতেমা খাতুন, ক্রীড়া শিক্ষক ফজলুল হক মালিক প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রত্যাশার সহকারী সমন্বয়কারী আরিফুর রহমান। সার্বিক সহযোগিতায় ছিলেন মহিবুল হাবীব, বিপুল, রুবেল হোসেন।