পৌর পর্যায়ে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার: পৌর পর্যায়ে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় রিজিয়া খাতুন প্রভাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী। চুয়াডাঙ্গা সদর ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসার নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ আতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা শিক্ষা অফিসার আবু হাসান ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলর একরামুল হক মুক্তা। বক্তব্য রাখেন- প্রধান শিক্ষক সাবিনা কুল। শুভেচ্ছা বক্তব্য রাখেন শাহাদৎ হোসেন, সহকারী শিক্ষক তুহিন সুলতানা, প্রধান শিক্ষক আশরাফ আলী ও শাহানাজ জেবিন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ওবায়দুর রহমান চৌধুরী বলেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটাতে হলে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করলে শিক্ষার্থীরা লেখাপড়ায় আরো বেশি উৎসাহিত হবে।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি চাঁদমারি মাঠে দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পৌর এলাকার ২২টি বিদ্যালয় এতে অংশ নেয়। ৪৮টি ইভেন্টে প্রায় সাড়ে তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।