পেলের স্মারকের মূল্য ৩৬ লাখ পাউন্ড

 

মাথাভাঙ্গা মনিটর: পেলের ব্যবহৃত বিপুল সংখ্যক স্মারক নিলামে বিক্রি হয়েছে। আর এই তিন দিনের এ নিলাম থেকে ৩৬ লাখ পাউন্ড আয় করেছেন ব্রাজিলের এই ফুটবল কিংবদন্তি। ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জেতা এ ফুটবলারের পুরানো পাসপোর্টসহ ২ হাজারের বেশি জিনিস এ নিলামে বিক্রি হয়েছে।

নিলামের শেষ দিনে ৩ লাখ ৪৬ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে ৭৫ বছর বয়সী এই ফুটবলারের ১৯৭০ সালে জেতা বিশ্বকাপের পদক। নিলাম থেকে লাভের কিছু অংশ ব্রাজিলের শিশু হাসপাতালে দেয়া হবে। ১৯৫৮ ও ১৯৬২ সালে জেতা বিশ্বকাপের পদক এক সাথে ৩ লাখ ৪০ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে। আর মেক্সিকোতে ১৯৭০ সালের বিশ্বকাপ জেতার পর পেলের জন্য তৈরি করা জুলে রিমে ট্রফির রেপ্লিকা বিক্রি হয়েছে ৩ লাখ ৯৪ হাজার পাউন্ডে। এস্কেইপ টু ভিক্টোরি সিনেমায় পরা তার বুট জোড়ার দাম উঠেছে ৮ হাজার পাউন্ডের একটু বেশি।