পিএসজিতে যোগ দিয়ে আনন্দিত ডি মারিয়া

 

মাথাভাঙ্গা মনিটর: আর্জেন্টাইন উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়া বলেছেন, ফরাসি ফুটবল চ্যাম্পিয়ন প্যারিস সেইন জার্মেইনে (পিএসজি) যোগ দিতে পেরে তিনি আনন্দিত। গতকাল বুধবার এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড থেকে কাতারের মালিকানাধীন পিএসজিতে এখনো আনুষ্ঠানিকভাবে চুক্তি শেষ করেননি ২৭ বছর বয়সী এ তারকা খেলোয়াড়। তবে স্পোর্টস ইনভেস্টমেন্ট গ্রুপেরই এক সাক্ষাতকারে ডি মারিয়া পিএসজিতে যোগদান নিশ্চিত হওয়ায় নিজের আনন্দের কথা বলেন। গত মঙ্গলবার দোহায় ডাক্তারি পরীক্ষা পার করে ডি মারিয়া বলেন, পিএসজির সাথে চুক্তি করতে পেরে আমি আনন্দিত। কারণ এখানে আমাকে আনার জন্য ক্লাবটি সব কিছু করেছে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো। সব কিছু ঠিক থাকলে নিজের সব কিছু উজাড় করে দিতে আমি কঠোর পরিশ্রম করবো, আমরা অনেক শিরোপা জিতবো।

স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের সাবেক এ তারকা বলেন, গত বছরের ট্রেবল জয় করা ক্লাবটির হয়ে কেবল ঘরোয়া নয় আরো বেশি আন্তর্জাতিক শিরোপা জিততে চান তিনি। তিনি বলেন, পিএসজি ফ্রান্সের সব ট্রফিই জিতেছে এবং এ ধরনের একটি বড় ক্লাবের জন্য এটা গুরুত্বপূর্ণ। আমার লক্ষ্য দলকে চ্যাম্পিয়ন্স ট্রফির কোয়ার্টার ফাইনাল বাধা অতিক্রম করতে সাহায্য করা। গত তিন বছর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে (দুবার বার্সেলোনা এবং একবার চেলসির কাছে পরাজিত হয়ে) বিদায় বিদায় নিতে হয়েছে পিএসজিকে। ইউরোপের সেরা ক্লাবের এ টুর্নামেন্টে তাদের সেরা সাফল্য ছিল ১৯৯৫ সালের সেমিফাইনাল খেলা। আর্জেন্টাইন এ তারকা ম্যানচেস্টার ইউনাইটেডে মাত্র এক মরসুম খেলেছেন। এরপরই ক্লাবটি ৪৪.৩ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে তাকে পিএসজিতে ছেড়ে দিতে রাজি হয়।