পাঞ্জাবকে হারালো কোলকাতা

মাথাভাঙ্গা মনিটর: কিংস ইলেভেন পাঞ্জাবকে ৯ উইকেটে হারিয়েছে কোলকাতানাইট রাইডার্স। সাবেক চ্যাম্পিয়নদের জয়ে সবচেয়ে বড় অবদান অধিনায়ক গৌতমগম্ভীর ও দলে ফেরা লেগস্পিনার পীযুষ চাওলার।নয় খেলায় এটি কোলকাতার চতুর্থ জয়। অন্য দিকেসমান খেলায় পাঞ্জাবের দ্বিতীয় হার।গতকাল রোববার টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে১৪৯ রান করে পাঞ্জাব।পাঞ্জাবের হয়ে প্রায় একাই লড়েছেন বীরেন্দর শেবাগ।ডানহাতি এ উদ্বোধনী ব্যাটসম্যানের ৫০ বলে ৭২ রানের আক্রমণাত্মক ইনিংসে ছিলো ১১টিচার ও ১টি ছক্কা।দলের ছয় ব্যাটসম্যান দু অঙ্কে পৌঁছুলেও শেবাগ ছাড়া আর কেউ২০ রানও করতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান আসে ঋদ্ধিমান সাহার ব্যাটথেকে।গ্লেন ম্যাক্সওয়েল,ডেভিড মিলারদের দ্রুত বিদায়ে সংগ্রহ আরো বড় হয়নিপাঞ্জাবের।কোলকাতার সেরা বোলার চাওলা ৩ উইকেট নেন ১৯ রানে। সাকিব আল হাসানেরবদলে দলে আসা মরনে মরকেল দু উইকেট নেন ২০ রানে।
জবাবে ২ ওভার বাকি থাকতেইলক্ষ্যে পৌঁছে যায় কোলকাতা।রবিন উথাপ্পার সাথে ৬৮ রানের উদ্বোধনী জুটিতেদলকে উড়ন্ত সূচনা এনে দেন গম্ভীর। উথাপ্পার (৪৬) বিদায়ে ভাঙে ৭ ওভার স্থায়ীজুটি।এরপর দ্বিতীয় উইকেটে মনিশ পাণ্ডের (অপরাজিত ৩৬) সাথে অবিচ্ছিন্ন ৮২রানের জুটি গড়ে দলকে দারুণ এক জয় এনে দেন গম্ভীর। ৬৩ রানে অপরাজিত গম্ভীরের ৪৫ বলেরইনিংসে ছিলো ৭টি চার।