পাক-ভারত ম্যাচ ঘিরে জমজমাট জুয়ার আসর

 

মাথাভাঙ্গা মনিটর: চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান ও ভারতের ফাইনাল ম্যাচ ঘিরে কমপক্ষে আড়াই হাজার কোটি টাকার জুয়ার আসর বসছে। অল ইন্ডিয়া গেমিং ফেডারেশন এতথ্য জানিয়েছে। খবর দ্যা টাইমস অব ইন্ডিয়ার। ক্রিকেট বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচ ঘিরে জুয়াড়িদের মধ্যে সবসময় ব্যাপক আগ্রহ থাকে। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও এর ব্যতিক্রম নয়। সম্প্রতি ভারতের ফর্ম তুঙ্গে থাকায় দলটির পক্ষে বাজি ধরছেন বেশি লোক। তাছাড়া আসরে ইতিমধ্যেই পাকিস্তানকে একবার হারিয়েছে ভারত। কেউ যদি ভারতের পক্ষে ১০০ টাকা বাজি ধরেন আর ভারত যদি জিতে যায়, তবে তিনি ১৪৭ টাকা পাবেন। অন্যদিকে পাকিস্তানের পক্ষে কেউ যদি ১০০ টাকা বাজি ধরেন তবে তিনি ৩০০ টাকা পাবেন। ভারতে জুয়া নিষিদ্ধ হলেও বৃটেনে নিষিদ্ধ নয়। তাই বিশ্বের যে কেউ আন্তর্জতিক ক্রেডিট কার্ড দিয়ে বাজিতে অংশ নিতে পারবেন। আজ রোববার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত-পাকিস্তান মোকাবেলা করবে। ১০ বছর পর আইসিসির কোনো বড় টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হচ্ছে দুদল।