পাকিস্তান দলে মালিক হাফিজ আকমলের প্রয়োজন নেই’

মাথাভাঙ্গা মনিটর: কয়েকদিন আগে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে পাকিস্তান। দলের তরুণ ক্রিকেটাররা দুর্দান্ত খেলেছেন। তরুণ তুর্কি দলটিই পাকিস্তানের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছেন সাবেক পেসার মোহাম্মদ জাহিদ। তিনি মনে করেন, তরুণ ক্রিকেটারদেরই বেশি করে সুযোগ দেয়া উচিত। সিনিয়র ক্রিকেটারদের মধ্যে শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ ও উমর আকমলের পাকিস্তান ক্রিকেট দলে আর জায়গা হবে না বলেও মনে করছেন তিনি। পাকিস্তানের একটি পত্রিকায় লেখা কলামে জাহিদ বলেন, ‘আমি সবসময় বলে এসেছি, মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিকের ফর্ম এতোই বাজে যে, পাকিস্তান দলে তাদের থাকার কোনো অর্থ আমি খুঁজে পাই না। ভবিষ্যতে তারা দলে সুযোগ পাবে বলে আমার মনে হয় না। শুধু ব্যাটসম্যান হিসেবে তাদের খেলানো উচিত নয়। দেশে তাদের চেয়ে আরও প্রতিভাবান ক্রিকেটার রয়েছে।’ উমর আকমল প্রসঙ্গে এই ক্রিকেটার লিখেছেন, ‘আগে উমর আকমল দলে না থাকলে আমার খারাপ লাগতো। তবে এখন সেটা দলের জন্য মঙ্গলজনক। সে বয়সে তরুণ। আমি জানি আরও কয়েক বছর সে ক্রিকেট খেলবে। তাকে অনেক সুযোগ দেয়া হয়েছে। এবার বাকিদের সেটা দেয়া হোক।’