পাকিস্তান দলে ইনজুরির হানা

স্টাফ রিপোর্টার: প্রথম ওয়ানডেতে বাংলাদেশের কাছে হারের ধকল কাটতে না কাটতেই পাকিস্তান দলের জন্য আরও একটি দুঃসংবাদ। হ্যামস্ট্রিং ইনজুরির কবলে পড়ে সিরিজ শেষ হয়ে গেছে ফাস্ট বোলার এহসান আদিলের। বিশ্বকাপ শেষে দেশে ফেরার পর থেকেই ক্রমাগত ইনজুরির কবলে পড়ছেন পাকিস্তানের ক্রিকেটাররা। চোটের কারণে একের পর এক বাংলাদেশ সফরে নির্বাচকদের বিবেচনা থেকে বাদ পড়েন সোয়াইব মাকসুদ, ইয়াসির শাহ ও সোহাইল খান। এ তালিকায় সর্বশেষ সংযোজন এহসান আদিল। ৩১ টি-টোয়েন্টি, ৬ ওয়ানডে আর দু টেস্ট খেলা আদিলের চেয়ে অভিজ্ঞতায় অনেক এগিয়ে থাকলেও ফিটনেসের কারণে বাংলাদেশ সফরে গুলের ওপর ভরসা রাখতে পারেননি নির্বাচকরা। অথচ ভাগ্যের ফেরে তাকেই এখন উড়িয়ে আনতে হচ্ছে পিসিবিকে।
প্রথম ওয়ানডেতে বিপর্যয়ের পর তাই পাকিস্তান দলের সবচেয়ে অভিজ্ঞ বোলার উমর গুলের স্মরণাপন্ন হয়েছে পিসিবি। সর্বশেষ ২০১৪ সালের ডিসেম্বরে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামা গুল অবশ্য ‘পুরোপুরি ফিট’ নন। কিন্তু ১৬ বছর পর বাংলাদেশের কাছে ৭৯ রানে হেরে এখন গুলের অভিজ্ঞতাকেই মূল্যায়ন করছে পিসিবি। পিসিবির এক টুইটার বার্তায় আদিলের জায়গায় উমর গুলকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আজ রোববার ও বুধবার সিরিজের শেষ দুটি ম্যাচে টাইগারদের মুখোমুখি হবে পাকিস্তান।