পাকিস্তান-জিম্বাবুয়ে ম্যাচ চলাকালীন বোমা হামলায় নিহত ২

মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তান-জিম্বাবুয়ে ম্যাচের দ্বিতীয় ওয়ানডেতে আত্মঘাতী বোমা হামলায় দুজন নিহত হয়েছে। গত শুক্রবার রাত ১০টায় ম্যাচ চলাকলীন গাদ্দাফি স্টেডিয়ামের কাছে এ হামলার ঘটনা ঘটে। এতে পুলিশের এক সাব-ইন্সপেক্টর ও একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। পকিস্তানের তথ্যমন্ত্রী পারভেজ রশিদ জানিয়েছে, স্টেডিয়ামে আত্মঘাতী হামলা ঠেকাতে গিয়ে পুলিশ সাব ইন্সপেক্টর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন।

এর আগে স্টেডিয়ামের পরিবেশ স্বাভাবিক রাখতে পাকিস্তানের ব্রডকাস্ট অ্যাসোসিয়েশন এ হামলার খবর প্রকাশ করা থেকে বিরত থাকে। তখন স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে প্রচারিত খবরে বলা হয়, স্টেডিয়াম সংলগ্ন একটি বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে এক সংবাদ সম্মেলনে পাঞ্জাব পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বোমা বিস্ফোরণে সাব-ইন্সপেক্টর আবদুল মজিদ এবং রিজওয়ান নামের এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। উল্লেখ্য, ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান টিমের বাসে জঙ্গি হামলা হয়েছিলো। এরপর থেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত হয় পাকিস্তান।