পাকিস্তানে ভারী বর্ষণওবন্যায় নিহত ৭৩

মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই আকস্মিক বন্যা ও ভারী বর্ষণে বহু মানুষ হতাহত হওয়ার খবর পাওয়া গেছে।বন্যার কারণে দেশটির বিভিন্ন স্থানে গত কয়েকদিনে অন্তত ৭৩ জনের প্রাণহানি হয়েছে বলে গতকাল শুক্রবার সরকারিভাবে জানানো হয়েছে।কর্মকর্তারাবলেন, মরসুমি বন্যায় পাঞ্জাব ও কাশ্মির অঞ্চল বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।অধিকাংশ হতাহতের ঘটনা ঘটেছে লাহোরে। সারা পাকিস্তান জুড়ে বন্যা সতর্কতাজারি করা হয়েছে।রাজধানী ইসলামাবাদসহ কয়েকটি শহরে গত তিন সপ্তা ধরেচলা সরকারবিরোধী বিক্ষোভের চেয়ে বন্যা পরিস্থিতি আরো বড় উদ্বেগের কারণ হয়েদাঁড়িয়েছে। বিরোধী নেতা ইমরান খানের দল পিটিআই ও তাহির উল কাদরির দল পিএটিগত ১৪ আগস্ট থেকে সরকার পতনের দাবিতে ইসলামাবাদে গণঅবস্থান চালিয়েযাচ্ছে।স্থানীয় পত্রপত্রিকা ও টেলিভিশনগুলো এতোদিন বিক্ষোভের ঘটনাপ্রচার করলেও এখন এর পরিবর্তে সংবাদের শিরোনাম হয়ে উঠেছে ব্যাপক বিধ্বংসীবন্যা পরিস্থিতি।দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে জানানো হয়, আরো কয়েকদিন ধরে বৃষ্টিপাতের আভাস মিলেছে। ফলে বন্যা পরিস্থিতির আরো অবনতিহতে পারে এবং ক্ষয়ক্ষতির মাত্রা বাড়তে পারে।বন্যায় প্রধানমন্ত্রীনওয়াজ শরীফের এলাকা হিসেবে পরিচিত পাঞ্জাবেই নিহত হয়েছে ৪৩ জন। এছাড়াপাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে মারা গেছে অন্তত ৩০ জন।