পাকিস্তানে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট

মাথাভাঙ্গা মনিটর: নিরাপত্তাহীনতার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর তিনটি দলের  পৃথক  সফর সূচি প্রকাশের মধ্যদিয়ে পাকিস্তান আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছে। এগুলো হলো- আগামী মাসে  বিশ্ব একাদশের সফর। অক্টোবরে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে শ্রীলঙ্কা দলের পাকিস্তান সফর। আর তৃতীয়টি হলো নভেম্বরে একটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের আগমন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি গতকাল লাহোরে এক সংবাদ সম্মেলনে  বলেন, ‘আমরা সবুজ সঙ্কেত পাচ্ছি  এবং পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেটের দরজা খুলে যাচ্ছে।’

উল্লেখ্য, ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলকে বহনকারী বাসে সন্ত্রাসী হামলায় আট ব্যক্তি নিহত ও বহু আহত হওয়ার পর দীর্ঘ সময় এক দুইটি ব্যতিক্রম ছাড়া পাকিস্তানে ক্রিকেট সফর বন্ধ ছিলো।