পাকিস্তানের লক্ষ্য ডাবল লিড : শ্রীলঙ্কা চায় সমতা

মাথাভাঙ্গা মনিটর: বাবর আজম ও শোয়েব মালিকের দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যে সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে সহজ জয় পায় পাকিস্তান। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে পাকিস্তান। সিরিজের দ্বিতীয় ম্যাচও জিতে ডাবল লিডের লক্ষ্য নিয়ে মাঠে নামবে স্বাগতিকরা। পক্ষান্তরে প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজের সমতা আনতে মরিয়া শ্রীলঙ্কা। আবুধাবিতে আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডে শুরু হবে বিকেল পাঁচটায়।

দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে রঙিন পোশাকে লড়াই শুরু করে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী পাকিস্তান। প্রায় চার মাস পর ওয়ানডে খেলতে নেমে সিরিজের প্রথম ম্যাচেই নিজেদের সেরাটা ঢেলে দিয়েছেন পাকিস্তানের খেলোয়াড়রা। ব্যাট হাতে বাবর করেছেন সেঞ্চুরি। আর পাঁচ নম্বরে নেমে বিধ্বংসী মেজাজ দেখিয়েছেন শোয়েব মালিক। চতুর্থ উইকেটে ১১৪ বল মোকাবেলা করে ১৩৯ রান যোগ করেন বাবর ও মালিক। এতেই শ্রীলঙ্কার সামনে ২৯৩ রানের বিশাল টার্গেট ছুঁড়ে দেয় পাকিস্তান।

সেই বিশাল টার্গেটের পেছনে ছুটতে গিয়ে পথ হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। স্কোর বোর্ডে ১৩২ রান উঠতেই লঙ্কানদের সাত ব্যাটসম্যান ফিরে যান প্যাভিলিয়নে। শেষ পর্যন্ত ৮ উইকেটে ২০৯ রান পর্যন্ত যেতে পারে টেল-এন্ডারদের দৃঢ়তায়। তাই বড় ব্যবধানে হারের হাত থেকে রক্ষা পেয়ে ৮৩ রানে ম্যাচ হারে শ্রীলঙ্কা।

টেস্ট সিরিজে বিধ্বস্ত হবার পর জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরুতে দলের প্রশংসাই করেছেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। দ্বিতীয় ম্যাচেও দল দুর্দান্ত পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলে আশা করছেন সরফরাজ, ‘টেস্ট সিরিজের স্মৃতি আমরা ভুলে গেছি। ওয়ানডে ফরম্যাট বেশি ভাবছি আমরা। আমাদের লক্ষ্য ছিলো সিরিজে দুর্দান্ত শুরুর। সেটি করতে পেরেছি আমরা। এজন্য সতীর্থদের ধন্যবাদ জানাচ্ছি। আশা করি সিরিজের বাকি সময়েও আমরা সেরা পারফরমেন্স প্রদর্শন করতে পারবো। ম্যাচ বাই ম্যাচ সামনে অগ্রসর হতে চাই। এখন আমাদের লক্ষ্য দ্বিতীয় ওয়ানডে জয়। যাতে ডাবল লিড নিয়ে শ্রীলংকার উপর চাপ সৃষ্টি করতে পারি এবং সিরিজ জয়ের পথেই থাকতে পারি।’

সিরিজের প্রথম ম্যাচ হারের জন্য ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, তিন বিভাগকেই দুষলেন শ্রীলঙ্কার অধিনায়ক উপুল থারাঙ্গা। তবে দ্বিতীয় ম্যাচে দল ঘুড়ে দাড়াবে বলে বিশ্বাস থারাঙ্গার, ‘প্রথম ম্যাচে আমাদের কোন পরিকল্পনাই কাজে লাগেনি। পাকিস্তান খুবই ভালো ক্রিকেট খেলেছে। আমরা ব্যর্থ হয়েছি। তবে এসব নিয়ে আমরা ভাবছি না। আমাদের এখন প্রধান লক্ষ্য দ্বিতীয় ওয়ানডে ম্যাচে জয়ের স্বাদ নেয়া। যাতে সিরিজে সমতা আনতে পারি। যার যার দায়িত্ব ভালোভাবে পালন করতে হবে। তবে ম্যাচ জয়ে কোন সমস্যা হবে না। এই দলের ওপর আমার অগাধ আস্থা আছে। সিরিজে সমতা আনার সামর্থ্য আমাদের রয়েছে।’