পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ড দলে দুই নতুন মুখ

মাথাভাঙ্গা মনিটর: অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ পুনরুদ্ধারের আত্মবিশ্বাস নিয়ে পাকিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড। সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া তিন টেস্টের এ সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। ১৩ অক্টোবর আবুধাবিতে শুরু হতে যাওয়া এ সিরিজ দিয়েই টেস্ট অভিষেক হতে পারে নটিংহ্যামশায়ারের ব্যাটসম্যান অ্যালেক্স হেলস আর সারের অলরাউন্ডার জাফর আনসারির।

২২ অক্টোবর দুবাইয়ে দ্বিতীয় টেস্ট এবং ১ নভেম্বর শারজাহতে তৃতীয় টেস্ট শুরু হবে। এছাড়া তিন বছরের বেশি সময় পর টেস্ট দলে ফিরেছেন জেমস টেইলর। দুটি টেস্ট খেলার অভিজ্ঞতাসম্পন্ন টেইলর ২০১২ সালের আগস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ পাঁচ দিনের ক্রিকেট খেলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সম্প্রতি শেষ হওয়া ওয়ানডে সিরিজে ভালো করার পুরস্কার হিসেবে টেস্ট দলে ফিরলেন ২৫ বছর বয়সী এ ক্রিকেটার। দলে জায়গা হারিয়েছেন গ্যারি ব্যালান্স ও অ্যাডাম লাইথ।

পাকিস্তানের বিপক্ষে চার ম্যাচের ওয়ানডে সিরিজ ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে ইংল্যান্ড। এই দুই সিরিজের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। ওয়ানডে দল থেকে বেন স্টোকসকে বিশ্রাম দেওয়া হয়েছে, ফিরেছেন ব্যাটসম্যান জো রুট। টি-টোয়েন্টি দলে ফিরেছেন স্পিনার স্টিফেন প্যারি ও আরেক বোলার ক্রিস জর্ডান।

পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট দল: অ্যালেস্টার কুক (অধিনায়ক), মইন আলী, জেমস অ্যান্ডারসন, জাফর আনসারি, জনি বেয়ারস্টো, ইয়ান বেল, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, স্টিভেন ফিন, অ্যালেক্স হেলস, লিয়াম প্লানকেট, আদিল রশিদ, জো রুট, বেন স্টোকস, জেমস টেইলর, মার্ক উড।

পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের ওয়ানডে দল: ইয়ন মরগান (অধিনায়ক), মইন আলি, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার, স্টিভেন ফিন, অ্যালেক্স হেলস, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, জেমস টেইলর, রিস টপলি, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।

পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের টি-টোয়েন্টি দল: ওয়েন মর্গ্যান (অধিনায়ক), মইন আলি, স্যাম বিলিংস, জস বাটলার, অ্যালেক্স হেলস, ক্রিস জর্ডান, স্টিফেন প্যারি, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, রিস টপলি, জেমস ভিঞ্চ, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।