পাকিস্তানের ওয়ানডে দলে মালিক ও সামি

মাথাভাঙ্গা মনিটর: বাংলাদেশে হোয়াইটওয়াশের শিকার হওয়া পাকিস্তানের ওয়ানডে দলে বড় ধরনের পরিবর্তন এসেছে। প্রায় দুবছর পর পাকিস্তানের ওয়ানডে দলে ফিরেছেন শোয়েব মালিক ও মোহাম্মদ সামি। জিম্বাবুয়ের বিপক্ষে লাহোরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত ১৬ সদস্যের দলে জায়গা পাননি স্পিনার সাইদ আজমল। আজমল ছাড়াও বাদ পড়েছেন উমর গুল, রাহাত আলী, ফাওয়াদ আলম, সাদ নাসিম, সামি আসলাম ও জুলফিকার বাবর। ২০১৩ সালের জুনের পর থেকে ৫০ ওভারের ক্রিকেটে খেলেননি মালিক। তবে এ সময়ে ‘লিস্ট এ’ ম্যাচে একটি শতক ও ৫টি অর্ধশতকসহ ৫০.৩৬ গড়ে রান করেছেন তিনি। সামি শেষ আন্তর্জাতিক ওয়ানডে খেলেছেন ২০১২ সালের জুনে। তবে ঘরোয়া ওয়ানডে ক্রিকেটে শেষ ১২ মাসে ২৩.৬৩ গড়ে ও ৫.১০ ইকোনোমি রেটে ১৯ উইকেট নেন তিনি।
বাংলাদেশ সফরে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হারার পর ওয়ানডে দলে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড। দলে ফিরেছেন উদ্বোধনী ব্যাটসম্যান আহমেদ শেহজাদ। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে অভিষিক্ত ইমাদ ওয়াসিমকে ওয়ানডে দলেও রাখা হয়েছে। ফাস্ট বোলিংয়ের দায়িত্বে থাকছেন ওয়াহাব রিয়াজ, আনোয়ার আলী, জুনায়েদ খান ও সামি। দলের একমাত্র বিশেষজ্ঞ স্পিনার ইয়াসির শাহ। ওয়ানডের পাকিস্তান দল: আজহার আলী (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, আহমেদ শেহজাদ, আসাদ শফিক, হারিস সোহেল, শোয়েব মালিক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ, আনোয়ার আলী, হাম্মাদ আজম, ইমাদ ওয়াসিম, ইয়াসির শাহ, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ সামি, জুনায়েদ খান।