পাকিস্তানের ওয়ানডে দলে ফিরলেন গুল ও ইয়াসির

 

মাথাভাঙ্গা মনিটর: ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। দলে ফিরিয়ে আনা হয়েছে পেসার উমর গুল ও স্পিনার ইয়াসির শাহকে। এ ছাড়া দলে নতুন মুখ ২২ বছর বয়সী পেসার হাসান আলী। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করেই আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি ও ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ এবং একটি টি-২০ ম্যাচ খেলবে পাকিস্তান। তাই আসন্ন সিরিজের জন্য আজহার আলীকে অধিনায়ক করে দল ঘোষণা করে পাকিস্তান। ২০১৫ সালের এপ্রিলে পাকিস্তানের ওয়ানডে দলে সর্বশেষ খেলেছিলেন গুল। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১২৬টি ওয়ানডে খেলেছেন তিনি। উইকেট নিয়েছেন ১৭৩টি। গুলের মতো দীর্ঘদিন পর দলে ফিরেছেন ইয়াসিরও। পাকিস্তানের হয়ে সর্বশেষ গত বছরের নভেম্বরে খেলেছেন তিনি। তবে দলে নতুন মুখ পেসার হাসান। প্রথম শ্রেণীর ক্রিকেটে ২৩ ম্যাচে ১০৬ উইকেট নিয়েছেন এই পেসার। এ ছাড়া লিস্ট এ তে ২১ ম্যাচে ৪০ উইকেট তার ঝুলিতে রয়েছে। আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ শুরু হবে ১৮ আগস্ট। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ শুরু হবে ২৪ আগস্ট।

পাকিস্তান ওয়ানডে দল: আজহার আলী (অধিনায়ক), শারজিল খান, সামি আসলাম, মোহাম্মদ হাফিজ, বাবর আজম, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, উমর গুল, হাসান আলী, ইমাদ ওয়াসিম, ইয়াসির শাহ ও মোহাম্মদ নাওয়াজ।