পরিসংখ্যানে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ফাইনাল

মাথাভাঙ্গা মনিটর: এর আগে ষষ্ঠবার বিশ্বকাপ ফাইনাল খেলে চারটিতে জিতেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে এবারই প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে খেলতে যাচ্ছে নিউজিল্যান্ড। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে ফাইনালের অভিজ্ঞতার দিক থেকে পিছিয়ে থাকলেও, প্রথমবারেই শিরোপা জয়ের স্বপ্নে বিভোর কিউইরা। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আগামীকাল রোববার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচটি।

একাদশ বিশ্বকাপের ফাইনালের আগে জেনে নেয়া যাক দল দুটির আরও কিছু পরিসংখ্যান- সপ্তম দেশ হিসেবে আইসিসি বিশ্বকাপের ফাইনালে উঠল নিউ জিল্যান্ড। ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ফল হওয়া শেষ ৭ ম্যাচের ৬টিতেই টসে হেরেছে অস্ট্রেলিয়া। কিন্তু এ ৭ ম্যাচের ৫টিতেই জিতেছে তারা। ৩০০তম ওয়ানডে জয়ের লক্ষ্যে মেলবোর্নের ফাইনালে খেলতে নামবে ব্ল্যাক ক্যাপসরা, এ পর্যন্ত তারা ৩৩৯টি ম্যাচ হেরেছে আর ৬টি টাই করেছে। ওয়ানডেতে টিম সাউদির বিপক্ষে ৮৫ বল খেলে একবারও আউট না হয়ে ৮৬ রান করেন শেন ওয়াটসন। এ টুর্নামেন্টে মোট ৩২৮ রান করেন ব্রেন্ডন ম্যাককালাম, যার মধ্যে ৩০৮ রানই তিনি করেন বাধ্যতামূলক পাওয়ার প্লেতে, এ সময়ে মোট ১৫০ বল খেলে ৫৯ বার সীমানার বাইরে বল পাঠান তিনি। এ টুর্নামেন্টে অফস্পিনারদের বলে তিনবার আউট হয়েছেন রস টেইলর, অন্য যে কারও চেয়ে এটা বেশি। একবার লেগ-স্পিনেও আউট হয়েছিলেন তিনি।  এ টুর্নামেন্টে ট্রেন্ট বোল্টের নেয়া ২১ উইকেটের ১৫টিই এক থেকে চার নম্বর ব্যাটসম্যানদের। অস্ট্রেলিয়ায় সবশেষ ১২টি ওয়ানডে ইনিংসে ৮১.২ গড় এবং ৯৬.৪ স্ট্রাইক রেটে ৮১২ রান করেন স্টিভ স্মিথ।