নেইমার-কাভানির এক হালি : পিএসজির গোল উrসব

মাথাভাঙ্গা মনিটর: চ্যাম্পিয়ন্স লিগে গোল উrসব করেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। স্কটল্যান্ডের সেল্টিককে ৭-১ গোলে বিধ্বস্ত করেছেন নেইমার-কাভানিরা। গত বুধবার রাতে নিজেদের মাঠে এডিনসন কাভানি ও নেইমার উভয়েই জোড়া গোল করেছেন। একটি করে গোল করেছেন কেলিয়ান এমবাপ্পে, মার্কো ভেরাত্তি এবং দানি আলভেস। সেল্টিকের হয়ে একটি গোল করেন মুসা দেম্বে। ম্যাচের অধিকাংশ সময়ই বল দখলে রেখেছে পিএসজি। তবে ম্যাচের শুরুতেই মাত্র ১ মিনিটেই এগিয়ে যায় সেল্টেক। শুরুর ধাক্কা সামাল দিয়ে পিএসজির হয়ে গোল উrসব শুরু করেন নেইমার। ম্যাচের ৯ মিনিটে গোল পরিশোধ করেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। ২২ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন তিনি। এরপর ২৮ আর ৩৫ মিনিটে কাভানি ও এমবাপ্পের দুই গোল। দ্বিতীয়ার্ধে আরও তিনটি গোল এল মার্কো ভেরাত্তি, কাভানি ও দানি আলভেসের কাছ থেকে। এটি চ্যাম্পিয়নস লিগে পিএসজির সবচেয়ে বড় জয়। ‘বি’ গ্রুপে  পাঁচ ম্যাচের সবকটিতে জিতে ১৫ পয়েন্ট নিয়েশীর্ষেই আছে পিএসজি। অন্য ম্যাচে অ্যান্ডারলেখটকে তাদেরই মাঠে ২-১ গোলে হারানো বায়ার্ন মিউনিখ ১২ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।