নেইমারের ৫ কোটি ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত!

মাথাভাঙ্গা মনিটর: নেইমারের পছন্দের প্রমোদতরী ও বিমানসহ ৫ কোটি ডলারের সম্পদ বাজেয়াপ্ত করার ঘোষণা দিয়েছে ব্রাজিলের আদালত। কর ফাঁকির মামলায় এ শাস্তি ঘোষণা করা হয়। কর ফাঁকির মামলার মূল রায় এসেছিলো গত বছরের সেপ্টেম্বরে। সেখানে বলা হয়, ২০১১ থেকে ২০১৩ সালের মধ্যে আয় কম দেখিয়ে কর ফাঁকি দিয়েছিলেন নেইমার। এর শাস্তি হিসেবে তখন নেইমারের প্রায় ৪৮ মিলিয়ন ডলার পরিমাণ ব্যক্তিগত সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছিলেন সাও পাওলোর ফেডারেল আদালত। সেই রায়ের বিরুদ্ধে তখন আপিল করেছিলেন ব্রাজিল অধিনায়ক, তবে সেটি গত সপ্তাহে খারিজ হয়ে যায়। উল্টো সুদের হারের হিসেবে জরিমানার পরিমাণ আরো বেড়ে গেছে।

এরপর আজ ব্রাজিলের ফেডারেল আদালত এই পরোয়ানা জারি করেছেন। যে পরোয়ানায় নেইমারের ব্যক্তিগত বিমান, প্রমোদতরী জব্দ করার নির্দেশ দেয়া হয়েছে। সাথে ব্রাজিলের গুরাউয়া, সান্তোস, প্রাইয়া গ্রান্দে, সাও ভিসেন্তে, সাও পাওলো ও ইতাপেমা অঞ্চলে বার্সা ফরোয়ার্ডের কিছু ব্যক্তিগত সম্পত্তিও জব্দ করতে নির্দেশ দিয়েছেন আদালত। তবে আপাতত এ জরিমানা দিলেই চলবে। জেলে যেতে হবে না নেইমারকে। কিন্তু এ পরিমাণ অর্থদণ্ড প্রদান না করলে হয়তো জেলের হাওয়া খেয়ে আসতে হবে এ তারকা ফরোয়ার্ডকে।