নেইমারের জাদুতে ব্রাজিলের বিশাল জয়

 

মাথাভাঙ্গা মনিটর: নেইমারেরে একক নৈপুণ্যে জাপানকে ৪-০ গোলে হারিয়েছে ব্রাজিল। সব গোলই করেছেন ব্রাজিলের তরুণ সেনসেশন নেইমার। সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে জাপানের সাথে প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। ১৮ মিনিটে দিয়েগো তারদেলির বাড়ানো পাসে ডি বক্সের মধ্যে ফাঁকায় বল পেয়ে যান নেইমার। জাপানের গোলরক্ষক কাওয়াসিমাকে কাটিয়ে বাম পাশ থেবে কোনাকুনি শটে ব্লু  সামুরাইদের জালে বল জড়ান নেইমার। এরপর প্রথমার্ধে আর কোন গোল পায়নি কোনো দলই। দ্বিতীয়ার্ধের খেলা শুরুতে (৪৯ মিনিটে) মাঝ মাঠ থেকে কওতিনহোর লম্বা পাসে ডি বক্সের অনেক আগে বল পেয়ে যান নেইমার। এ সময় তার সামনে গোলরক্ষক ছাড়া আর কেউ ছিলো না। গোলরক্ষক কাওয়াসিমাকে পারাস্ত করে দ্বিতীয়বারের মতো জাপানের জালে বল জড়ান নেইমার। ৬০ মিনিটের মাথায় হ্যাটট্রিকের সুযোগ মিস করলেও ৭৭ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন ব্রাজিলের বার্সা তারকা। কওতিনহোর ২০ গজ দূর থেকে নেয়া শট জাপান গোলরক্ষক কাওয়াসিমা ফিরিয়ে দিলে সেই ফিরতি বলেই শট করে ব্লু সামুরাইদের জালে জড়িয়ে দেন নেইমার। ৮১ মিনিটে বদলি হিসেবে মাঠে নামা কাকার পাস থেকে হেড করে নিজের চতুর্থ গোল করেন নেইমার।