নেইমারের চোটে দুঃখ প্রকাশ সুনিগার

 

মাথাভাঙ্গা মনিটর: নেইমারের চোটের জন্য দুঃখ প্রকাশ করেছেন কামিলোসুনিগা। ব্রাজিলের সবচেয়ে বড় তারকা বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন কলম্বিয়ার এডিফেন্ডারের কারণেই। তবে নেইমারকে হাঁটু দিয়ে আঘাতের ঘটনাটি ইচ্ছাকৃত নয়বলে দাবি করেন তিনি।ফরতালেজায় কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে ২-১ গোলে জেতা ম্যাচে গত শুক্রবার পিঠে চোট পান নেইমার।ম্যাচের৮৮তম মিনিটে বল দখলের জন্য হেড দিতে উঠেছিলেন সুনিগা। তার হাঁটু আঘাত করেনেইমারের পিঠে। ব্যথায় কাতরাতে থাকা নেইমারকে হাসপাতালে নেয়ার পর জানা যায়তার মেরুদণ্ডের কশেরুকায় চিড় ধরেছে। এ বিশ্বকাপে আর খেলা হচ্ছে না ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন-সারথির।সুনিগাবলেন, ব্রাজিল-কলম্বিয়া ম্যাচে নেইমার যে চোটে পড়েছে, এর জন্য আমি গভীরভাবে দুঃখিত। যদিও আমি মনে করি,এ পরিস্থিতি খেলার সাধারণ একটা অংশ। তাকেচোটে ফেলার উদ্দেশ্য ছিলো না আমার। অথবা আমার দিক থেকে কোনো অবহেলাও ছিলোনা।নেইমারের এ চোটের পর ব্রাজিল জুড়ে সুনিগার সমালোচনা শুরুহয়েছে। ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো এটিকে দেখছেন ইচ্ছাকৃত কাজহিসেবে। ব্রাজিলের সাধারণ মানুষ ফিফার কাছে সুনিগার শাস্তি দাবি করেযাচ্ছে।তবে সুনিগা যাই বলুন, পুরো বিষয়টি খতিয়ে দেখছে ফিফা।