নেইমারের কারিকুরি নিয়ে বিলবাওকে এনরিকের সতর্কবার্তা

মাথাভাঙ্গা মনিটর: নেইমারের কারিকুরিতে পরাস্ত হয়ে অপমানিত হওয়ার অভিযোগ তুলে কোনো লাভ হবে না বলে আথলেতিক বিলবাওয়ের খেলোয়াড়দের সতর্ক করে দিয়েছেন বার্সেলোনা কোচ লুইস এনরিকে। ২০১৪-১৫ মরসুমে কোপা দেল রের ফাইনালে বিলবাওয়ের উনাই বুস্তিনাজার মাথার ওপর দিয়ে বল নিয়ে গিয়েছিলেন নেইমার। বার্সেলোনার ৩-১ গোলে জেতা সেই ম্যাচে বিষয়টি নিয়ে বেশ চটেছিল বিলবাওয়ের খেলোয়াড়রা।
এনরিকে বলেন, আমি তাকে (নেইমার) ফুটবলটা উপভোগ করতেই পরামর্শ দেবো। সে অশোভন কিছু করছে না। এটাই তার খেলার ধরন। নেইমার আর খেলোয়াড়দের চিপ করে পরাস্ত করতে, পায়ের ফাঁক দিয়ে বল নিয়ে যেতে পারবে না বলাটা একটা অজুহাত। এটা কোনো অসম্মান নয়। প্রতিপক্ষের কোনো খেলোয়াড় যদি এটা বুঝতে না পারে, তাহলে তাকে বহিষ্কার করার জন্য রেফারি আছে।