নিদাহাস টি-টোয়েন্টি সিরিজে ৬ উইকেটে জিতলো ভারত

মাথাভাঙ্গা মনিটর: নিদাহাস টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের প্রথম ম্যাচে ভারতের কাছে ৬ উইকেটে  হেরেছে বাংলাদেশ। বাংলাদেশের দেয়া ১৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ঝড়োগতিতে করলেও চতুর্থ ওভারে রোহিত শর্মার উইকেট হারিয়েছে ভারত। বাংলাদেশকে প্রথম সাফল্যটি এনে দিয়েছেন মুস্তাফিজুর রহমান। এক ওভারের বিরতিতে ঋষভ পাণ্ডের উইকেট হারিয়েছে ভারত। তাকে বোল্ড করে সাজঘরে পাঠিয়েছেন রুবেল হোসেন। এরপর অনেকটা সময় দলকে টেনে তুলছিলেন সুরেশ রায়না ও শিখর ধাওয়ান। রায়নাকে ২৮ রানে বিদায় করে তাদের ৬৮ রানের জুটি ভাঙ্গেন রুবেল। এরপর দলীয় ১২৩ রানে ব্যক্তিগত ৫৫ রানে ধাওয়ানকে ফেরান তাসকিন। এরপর শেষের দিকে পাণ্ডে ও কার্তিকের ব্যাটে ভর করে জয়ের বন্দরে পৌঁছে টিম ইন্ডিয়া। বাংলাদেশের হয়ে ২ উইকেট নেন রুবেল হোসেন। ১ টি করে নেন মুস্তাফিজ ও তাসকিন। এর আগে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৩৯ রান। শুরুতে দলে ছিলেন না। নিয়মিত অধিনায়কের ইনজুরি সেরে না ওঠায় সুযোগ হলো দলে। সেই লিটন কুমার দাসই গত বৃহস্পতিবার ভারতের বিপক্ষে বলার মতো যা রান করলেন। আর দীর্ঘদিন ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া সাব্বির রহমানও ছোট্ট একটি ইনিংস। আর কোন ব্যাটসম্যান দায়িত্ব নিতে পারেননি। জুটিও হয়নি উল্লেখ করার মতো। পঞ্চম উইকেটে লিটন-সাব্বিরের ৩৫ রানই সর্বোচ্চ। ফলে লড়াইয়ের পুঁজি পেলো না টাইগাররা। নিদাহাস ট্রফিতে নিজেরদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৮ উইকেটে ১৩৯ রানের সাদামাটা সংগ্রহ নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের।